দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যগুলিকে বিনামূল্যে কোভিড ভ্যাক্সিন দেওয়া হচ্ছে । কিন্তু রাজ্যে টিকাকরনের জন্য মমতা সরকার বেনভ্যাস্ক নামে নতুন পোর্টাল খুলেছে । এবার এই বেনভ্যাস্ক নিয়ে অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তার অভিযোগের ভিত্তিতে কেন্দ্র থেকে তদন্তের নির্দেশ দেওয়া হল ।
ফের রাজ্যে করোনা টিকাকরন নিয়ে রাজনৈতিক বাতাবরণ তৈরি হতে চলেছে । এমনিতেই মোদী সরকারের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন ভাবেই মিল নেই । দুই পক্ষই বারংবার পরস্পরের বিরোধিতা করে এসেছে । কেন্দ্রীয় সরকারের কো-উইন পোর্টালের বিপরীতে রাজ্য সরকার বেনভ্যাস্ক নামে আলাদা একটি পোর্টাল চালু করেছে । এবার এই পোর্টাল ঘিরেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে অভিযোগ জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
জানা গেছে, শুভেন্দু অধিকারীর অভিযোগের উপর ভিত্তি করে মমতা সরকারের ‘বেনভ্যাক্স’ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন। উল্লেখ্য, গোটা দেশে কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে বিনামূল্যে করোনা টিকা সরবরাহ করছে । সেখানে কেন্দ্রীয় সরকারের কো-উইন পোর্টালের মাধ্যমে নাম নথিভুক্ত হচ্ছে । টিকাকরনের সব ধরনের কাজ এই পোর্টালের মাধ্যমে হচ্ছে। এরই মাঝে সম্পূর্ণ বিপরীত দিকে হেঁটে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য আলাদা পোর্টাল চালু করায় বিতর্ক সৃষ্টি হয়েছে। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্য সরকারের বেনভ্যাক্স নিয়ে তাঁর অভিযোগ গ্রহণ করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছেন।
এদিকে রাজ্যে করোনা নিয়ে বিভিন্ন জায়গা থেকে মানুষের হয়রানির খবর পাওয়া যাচ্ছে । অনেক জায়গা থেকেই এমনও অভিযোগ আসছে, সেখানে নাকি পার্টি অফিস থেকে কারা ভ্যাক্সিন আগে পাবে তার স্লিপ দেওয়া হচ্ছে । এই দুর্নীতি নিয়েও সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী । তার চিঠির উপর ভিত্তি করেও রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
স্বাস্থ্যমন্ত্রকের কাছে রাজ্য সরকারের তরফ থেকে একটি অন্তর্বর্তী রিপোর্ট পাঠানো হয়েছে । সেখানে কি আছে সেটি এখনও প্রকাশ্যে আসেনি । তবে জানা গেছে, সেই রিপোর্টের একটা কপি শুভেন্দু অধিকারীর কাছেও পাঠানো হবে । এদিকে কেন্দ্রের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ জানিয়ে আসছেন, রাজ্য যথেষ্ট পরিমাণে করোনা ভ্যাক্সিন পাচ্ছে না।অভিযোগ, পশ্চিমবঙ্গ আকারে বড় হলেও তাকে বঞ্চিত করে অন্যরাজ্যে সেই তুলনায় বেশী ভ্যাক্সিন পাঠাচ্ছে মোদী সরকার । আপাতত ভ্যাক্সিন নিয়ে এই রাজনৈতিক টানাপড়েনে ভুক্তভোগী সেই সাধারণ মানুষকেই হতে হচ্ছে ।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…