দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ Rx এর ইতিহাস; আমাদের দৈনিক জীবনে কত কিছুই ঘটে, চোখে দেখলেও সহজ জিনিষের অর্থ জানি না । যেমন ডাক্তাররা কোন রোগী দেখার পর প্রেসক্রিপশনে ঔষধ লেখার আগে Rx কথাটি লেখেন । আমরা সবাই দেখেছি । কিন্তু কেন এই Rx লেখা হয় এবং কিই বা এর গুরুত্ব জানেন কি ? আসুন দেখে নেওয়া যাক Rx লেখার কারন ।(Rx এর ইতিহাস)
প্রেসক্রিপশনে ঔষধ লেখার আগে Rx কথাটি লেখার বেশ কয়েকটি ইতিহাস রয়েছে । শব্ধ বিশ্লেষণ করলে দেখা যাবে, Medical Dictionary মতে Rx একটি ল্যটিন শব্দ যা “recipe” ও “to take.” এই দুটি কথা বুঝায়। এদিকে Rx এর ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, প্রাচীন মতে Rx হল বৃহস্পতি গ্রহের Astrological সাইন । বৃহস্পতিকে দেবতাদের গুরু মানা হয় । অন্যদিকে বৃহস্পতি গ্রহকে ইংরেজিতে Jupiter বলা হয় । Jupiter আবার রোমান মতে দেবতাদের রাজা । এই কারনেই Rx লিখে বৃহস্পতিকে স্মরণ করে পথ্য দেন ডাক্তাররা । জ্যোর্তিবিদরা RX কে বৃহষ্পতি গ্রহের প্রতীক হিসেবে কুষ্ঠি, ঔষধের ব্যবস্থা পত্রে এবং অন্যান্য ক্ষেত্রে বিপদের হাত থেকে দেবতার সাহায্য পাওয়ার আশায় এটি ব্যবহার শুরু করেন। (Rx এর ইতিহাস)
আবার Rx নিয়ে আর একটি প্রবাদ রয়েছে । সংক্ষেপে Rx হল Referred to Jesus Christ । এখানে কোন পথ্য দেবার আগে ‘প্রভু যিশু’ সমীপে সোপর্দ করে বাকি সব কিছু লেখা হয় । এই মতে Rx কে যেভাবে বিশ্লেষণ করা হয়েছে, সেটি হল R = Refer to এবং X = Jesus Christ, অর্থাৎ Rx = Refer to Jesus Christ, মানে ‘যিশুর নামে পড়া শুরু করুন’।
আবার Rx একটা প্রতীক হিসাবে ধরা হলে দেখা যাচ্ছে এই প্রতীকটি নেওয়া হয়েছে ল্যাটিন শব্দ থেকে। এর অর্থ হল Recipe, যার বাংলায় অর্থ ‘আপনি নিন’। মিশরীয় দেবতাদের মধ্যে স্বাস্থ্য দেবতার নাম ছিল হোরাস । প্রাচীন মিশরীয়দের মধ্যে স্বাস্থ্যের জন্য ‘হোরাসের চোখ’ নামে একটি কবচ রোগ থেকে মুক্তির জন্য ব্যবহার করা হত । (Rx এর ইতিহাস) এই কবচের প্রথমিক আকার অনেকটা হেরাসের চোখের মত ছিল। হোরাসের ডান চোখ সুর্যের (Ra) এবং বাম চোখ চন্দ্রের (X) প্রতিনিধিত্ব করে বলে মিশরীয়রা বিশ্বাস করত। আর দুইটি মিলে Rx । এটা নানান জিনিস দিয়ে তৈরি করা হত। কালক্রমে এটি স্বাভাবিক ব্যবস্থাপত্রে চলে আসে।
অন্যদিকে ব্যবলনীয় সভ্যতায়ও Rx এর ব্যবহার দেখা গেছে । সেই আমলে চিকিৎসকরা চিকিৎসা করার সময় দেবতা মারডুককে সন্তুষ্ট করার চেষ্টা করতেন । তাদের দেবতা মারডুকের প্রতীক চিহ্ন ছিল Rx. এই কারনে তারা রোগীর প্রেসক্রিপশনে Rx শব্দটি ব্যবহার করতেন ।
বর্তমানে Rx means report extended. আপনার শরীরের সমস্যা বা রোগ নির্নয় করে এক্সটেন্ডেড যে রিপোর্ট বা পরবর্তি পদক্ষেপ এতে থাকে বিধায় এখানে Rx লেখা থাকে। চিকিৎসা শাস্ত্রের ঐতিহ্য মাথায় রেখে এটা বাদ দেওয়ার প্রায় অসম্ভব । তাই বিকল্প ব্যবস্থা হিসেবে চিকিৎসা বিজ্ঞানের নিয়ম অনুসরণ করে Rx-এর মাধ্যমে To take বুঝায়। এই কারনে বর্তমান সময়ে প্রেসক্রিপশনে অনেকটা প্রথা হিসেবেই Rx লিখা হচ্ছে। তবে অনেকে আবার Rx না লিখে Adv (Advice) লিখা শুরু করছেন।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…