'দামের উপর নির্ভর করবে ভারতের ভ্যাকসিন বাংলাদেশ নেবে কিনা'- জানালেন অর্থমন্ত্রী
'দামের উপর নির্ভর করবে ভারতের ভ্যাকসিন বাংলাদেশ নেবে কিনা'- জানালেন অর্থমন্ত্রী

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ভারতের মত প্রতিবেশী দেশ বাংলাদেশের মানুষের মধ্যে করোনা ততটা আতংক ছড়াতে পারেনি । বাংলাদেশও করোনা সংক্রমণের সাবধানতা স্বরূপ লকডাউনের পথে হেঁটেছিল । তবে সেভাবে করোনা প্রভাব বিস্তার করতে পারেনি । এবার ভারতে ভ্যাকসিন দেওয়ার প্রস্তুতি শুরু হতেই বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, ভ্যাকসিন নিয়ে ভারতের উপর নির্ভরশীল না থেকে বরং দামের উপর নির্ভরশীল থাকবে বাংলাদেশ সরকার ।

অর্থমন্ত্রী বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর করোনা ভ্যাকসিন নিয়ে সাংবাদিকদের বলেন, অন্য দেশ থেকে ভ্যাকসিন আমদানি করতেই হবে । তবে যদি দেখা যায় ভারতের তৈরি ভ্যাকসিন বেশী দামে কিনতে হচ্ছে, তাহলে বিকল্প পথে হাঁটবে বাংলাদেশ সরকার । সেক্ষেত্রে অন্য দেশ থেকে ভ্যাকসিন আমদানি করার চিন্তা ভাবনা রয়েছে ।

বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের আরও জানিয়েছেন, প্রতিবেশী দেশ ভারতের করোনা ভ্যাকসিন উৎপাদন খরচ স্বাভাবিকভাবে কম হবে ।এর পর সাংবাদিকরা অর্থমন্ত্রীকে প্রশ্ন করেন, ভারতের তুলনায় ৪৭ শতাংশ বেশি দামে ভ্যাকসিন বাংলাদেশ সরকার কিনলে, বাজেটের উপর প্রভাব ফেলবে কিনা ?

উত্তরে অর্থমন্ত্রী জানিয়েছেন, বাইরে থেকে ভ্যাকসিন কিনতে হলে দাম বেশী পড়বেই । তাঁর কথায়, ‘আমি এটা জানিনা, দাম বেশি হয়েছে কিনা। ভারত যদি তৈরি করে তাহলে তাদের উৎপাদন খরচ তো কম হবেই। তারা যখন বিক্রি করবে অবশ্যই বিক্রির দাম তাদের খরচ ও লাভ দুইটাকে একত্র করে তারা এ কাজটি করবে।তবে আমরা দেখবো যে আন্তর্জাতিক বাজারে ভ্যাকসিনের দাম কতো এবং আমরা কতো দামে পাচ্ছি, সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবো। কারণ ভ্যাকসিন অনেক দেশ তৈরি করবে। এক দেশ থেকে যদি বেশি দাম বলে আমরা অন্য দেশে যাওয়ার চেষ্টা অবশ্যই আমরা করবো, সেই সুযোগ আমাদের আছে।’