রায় ও ব্যানার্জি পরিবারের মধ্যে কি সম্পর্ক তৈরি হচ্ছে ! মুকুলকে নিয়ে বিস্ফোরক অর্জুন সিং
রায় ও ব্যানার্জি পরিবারের মধ্যে কি সম্পর্ক তৈরি হচ্ছে ! মুকুলকে নিয়ে বিস্ফোরক অর্জুন সিং

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ রাজ্য বিজেপি চাণক্য মুকুল রায়ের স্ত্রীকে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে একমো সাপোর্টে রাখা হয়েছে । এই অবস্থায় তৃণমূল যুব সভাপতি এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করতে যাবার পর রাজ্য রাজনীতিতে একটা গুঞ্জন শুরু হয়েছে । সেখানে মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের মুখে তাঁর প্রশস্তি গেরুয়া দলের মধ্যে বিরূপ প্রভাব ফেলতে শুরু করেছে । সাংসদ অর্জুন সিং-এর কথা থেকেই সেটি আরও স্পষ্ট হল । অর্জুনের দাবী, ‘দলের কর্মীরা যখন ঘর ছাড়া তখন এই কাকিমা-ভাইপো সম্পর্ক ভাল চোখে দেখছে না সাধারণ মানুষ।’ একই সাথে তাঁর মন্তব্য, ‘রায় ও ব্যানার্জি পরিবারের মধ্যে কী সম্পর্ক তৈরি হচ্ছে, তা আমার জানা নেই।’

বর্তমানে গেরুয়া দলের ডাকাবুকো নেতা অর্জুন সিং এক সময় মুকুল রায়ের অনুগামী ছিলেন ! মুকুল রায় বিজেপিতে যোগ দেবার কিছু দিনের মধ্যেই তিনিও গেরুয়া পতাকা তলে চলে আসেন । ২০১৯ সালে রাজ্যে লোকসভা ভোটে বিজেপির অভাবনীয় সাফল্যের পিছনে ‘চাণক্য’ মুকুলের হাত অস্বীকার করার জায়গা নেই । কিন্তু, ২০২১ শের বিধানসভা নির্বাচনে, মুকুল রায়কে সেই চেনা ছন্দে দেখা যায়নি । এমনকি একটা পর্যায়ে, তাকে টুইট করে জানাতে হয়, তিনি বিজেপিতেই আছেন !

এদিকে, ছেলে শুভ্রাংশ রায় সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘জনগণের নির্বাচিত সরকারের সমালোচনা করার আগে আত্মসমালোচনা প্রয়োজন।’ আর তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তাঁর আপ্লূত হওয়া বাঁকা চোখে দেখছে দল । ফলে অনেকের মুখেই শোনা যাচ্ছে, তৃনমূলের সাথে মুকুল রায়ের দূরত্ব কমে যাচ্ছে, এই আশঙ্কা নিয়েই তাকে  পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে ভাবতে শুরু করেছে বিজেপি সরকার।

এবার অর্জুন সিং-এর রায় ও ব্যানার্জি পরিবারের মধ্যেকার সম্পর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য সেই জল্পনা আরও উস্কে দিচ্ছে । তাঁর প্রশ্ন, ‘লক্ষ লক্ষ দলীয় কর্মী বাড়িছাড়া। ভোট পরবর্তী হিংসায় অনেক কাকিমার কোল খালি হচ্ছে। শহিদ সৈকত ভাওয়ালের খুনীরা পার পেয়ে গেল। সেখানে ব্যক্তিগত সম্পর্কের কথা মানায় না। জানি না, রায় ও ব্যানার্জি পরিবারের মধ্যে কী সম্পর্ক তৈরি হচ্ছে!’