দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ রাজ্যে বিধানসভা ভোট চলাকালীন এ কিসের ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ? দেশের ১৪টি অবিজেপি দলকে চিঠির মাধ্যমে ‘বিকল্প ঐক্যবদ্ধ জোট’ তৈরি করার ডাক দিয়েছিলেন মমতা । তৃণমূল সুপ্রিমোর সেই আহ্বানে এবার কংগ্রেসের দিক থেকে পজিটিভ সাড়া পাওয়া গেল । আগামী দিনে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য বাম-কংগ্রেস-তৃণমূল কি একই ছাতার তলায় চলে আসবে !
রাজ্যে সবে মাত্র দুই দফার ভোট হয়েছে । এখনও ৬ দফা ভোট বাকি । এরই মধ্যে বিজেপি দাবী করছে সদ্য সমাপ্ত ৬০ টি বিধানসভা আসনের মধ্যে ৫০টিতেই তারা জিতবে ! যদিও এই দাবী আগামী মাসের ২ তারিখের আগে জানা যাবে না । তবে বিধানসভা নির্বাচনের মধ্যেও বিজেপির বিরুদ্ধে ১৪ টি অবিজেপি দলের কাছে চিঠি লিখেছিলেন মমতা । এদিকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধীও বিকল্প জোট শক্তি গড়ার ডাক দিয়েছিলেন । অবশেষে, কংগ্রেসের পক্ষ থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জির চিঠির বক্তব্যে সহমত জানানো হল ।
এই মুহূর্তে রাজ্যে সিপিএম-কংগ্রেস একজোট হয়ে বিধানসভা নির্বাচনে লড়াই করছে । আগামী দিনে গেরুয়া ঝড় থামাবার জন্য কি তৃণমূল কংগ্রেস, জাতীয় কংগ্রেস, সিপিএম একজোট হয়ে বিকল্প শক্তি তৈরি করবে ? জানা যাচ্ছে, বিকল্প জোট শক্তি গড়ার বিষয়ে বাংলার মুখ্যমন্ত্রী যে চিঠি দিয়েছেন সে বিষয়ে কংগ্রেসের মুখপাত্র রাজীব শুক্লাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, ‘অনেকদিন ধরেই বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছে কংগ্রেস। বিজেপির আক্রমণ থেকে সংবিধানকে রক্ষার কথা বহুদিন ধরেই বলে আসছেন রাহুল গান্ধী। রুখে দাঁড়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ও জাতীয় স্তরে ঐক্যবদ্ধভাবে জোট বেঁধে লড়াইয়ের কথা বলেছেন।’
এদিকে, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সংবিধানের উপর গেরুয়া আক্রমণের বিরুদ্ধে রাজঘাটে একদিনের ধর্না কর্মসূচী পালিত হয়েছে । তবে এই মুহূর্তে একটা সমস্যা থেকেই যাচ্ছে । রাজ্য বিধানসভা নির্বাচনে এখনও ছয় দফা ভোট বাকি । সেখানে বাম এবং আইএসএফের সাথে জাতীয় কংগ্রেস জোট বেঁধে বিজেপির পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধেও লড়াই চলছে । এই অবস্থায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে মমতার চিঠি পাঠানো বেশ তাৎপর্যপূর্ণ ।
মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও সোনিয়া গান্ধী নিজেও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং মমতার সঙ্গেও বিকল্প জোট শক্তি গড়ার লক্ষ্য নিয়ে বৈঠক করেছিলেন । মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি প্রসঙ্গে, পিডিপি নেত্রী মেহবুবা মুফতিও টুইটারে লেখেন, ‘আমি মমতার সঙ্গে সহমত। সংবিধানের ভিত্তি যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করতে চাইছে কেন্দ্র। এই পরিস্থিতিতে দেশের গণতন্ত্র বাঁচাতে বিরোধীদের একজোট হওয়া অবশ্যই জরুরি।’
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…