ভোটপর্ব শেষ, নুসরাত-যশের প্রেম আবার তুঙ্গে ! নেট দুনিয়ায় চলছে জল্পনা
ভোটপর্ব শেষ, নুসরাত-যশের প্রেম আবার তুঙ্গে ! নেট দুনিয়ায় চলছে জল্পনা

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টলিউডের সুন্দরী অভিনেত্রী এবং তৃণমূল সাংসদ নুসরাত জাহানের সাথে সুদর্শন এবং এবারের বিধানসভা নির্বাচনে পরাজিত বিজেপি প্রার্থী যশ দাশগুপ্তের প্রেম আবার তুঙ্গে ! দুই জনের সোশ্যাল স্ট্যাটাস চেক করার পর নেটিজনদের মধ্যে এই ধারনা তৈরি হয়েছে । বিধানসভা নির্বাচনের আগে দুইজনের বাস্তব জীবনের রসায়ন নিয়ে অনেকদিন ধরে আলোচনা চলছিল । ভোট পর্ব মিটতেই আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এই জুটি ।

তৃনমূলের লোকসভা সাংসদ এবং টলিউডের প্রথম সারির অভিনেত্রী নুসরাত জাহানের সাথে জাকজমক করে বিবাহ হয় শিল্পপতি নিখিল জৈনের সাথে । কিন্তু বছর ঘুরতেই তাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরে । টলিপাড়ায় কানাঘুষো, এর জন্য নেপথ্যে ছিলেন সুদর্শন অভিনেতা যশ দাশগুপ্ত । নির্বাচনের মধ্যে তাদের দুইজনের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনায় একটু ভাঁটা পড়েছিল। যশ বিজেপি প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন । নির্বাচন শেষে আবারও নতুন করে আলোচনায় এসেছেন এ জুটি। এবারও সেই সোশ্যাল মিডিয়ার কারণে।

বুধবার নুসরাত তাঁর নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন । সেখানে ডেনিম প্যান্টের সঙ্গে লাল জ্যাকেটে দেখা গেছে অভিনেত্রীকে ।তার হাতে ছিল গিটার। সেখানে ক্যাপশনে লিখেছেন, ‘গিটারের সঙ্গে খেলা কর, মানুষের সঙ্গে নয়।’ ছবিতে  নুসরাতকে। এই পর্যন্ত সব ঠিক ছিল । কিন্তু ক্যাপশনের শেষে যশকে ট্যাগ করার পরেই শুরু হয়েছে জল্পনা ।

অন্যদিকে অভিনেতা যশ দাশগুপ্তও তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। লিখেছেন, ‘মানুষের পাহাড়ের মতো মনের শিখরে পৌঁছানোই সবচেয়ে কঠিন কাজ।’ যশ তার ছবিতে ফটো ক্রেডিট দিয়েছেন নুসরাতকে। ফলে নেটিজনদের মধ্যে ফের আলোচনায় চলে এলেন এই জুটি । সোশ্যাল মিডিয়ায় অনেকেই মনে করেছেন, এই জুটির আবেগ যেন কোনো বাধা মানছে না। নতুন করে আবার এ জুটির প্রেমের গুঞ্জন উসকে দিয়েছেন কেউ কেউ।

উল্লেখ্য, নুসরাতের স্বামী নিখিল জৈনের সাথে এখনও বিবাহ বিচ্ছেদ হয়নি । কিন্তু গত বছর পুজার পর থেকেই তারা আলাদা থাকতে শুরু করেছেন । অন্যদিকে সোশ্যাল মিডিয়াতে যশকে নিয়ে বার বার সামনে এসেছেন নুসরাত । যদিও এই ব্যাপারে অভিনেত্রী মুখ খোলেননি এখনও । তবে অনেকেই ধারনা করছেন, হয়ত আগামী দিনে নিখিলের সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে যেতে পারে । কিন্তু ২০২১ শের বিধানসভা নির্বাচনে যশকে বিজেপির হয়ে ভোটে লড়াই করতে দেখে সেই গুঞ্জন অনেকটাই থেমে যায়।

কারন, তৃনমূলের সাংসদের সাথে বিজেপি বিধায়ক, কল্পনা করা একটু কঠিন হয়ে দাঁড়িয়েছিল । কিন্তু বাংলার ভোট পর্ব মিটে গেছে । বিজেপি প্রার্থী হিসাবে যশ জিততে পারেন নি । আবার সোশ্যাল মিডিয়াতে সাম্প্রতিক পোস্ট থেকে ভক্তরা অনুমান করতে শুরু করেছে, তাদের সম্পর্কে ছেদ কখনই পড়েনি । বরং আগের মতই মধুর আছে ।