দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সম্ভবনা তৈরি হচ্ছে । বিশেষজ্ঞ মহল বারবার এই ঢেউ প্রতিহত করতে টিকাকরনের উপর জোর দিচ্ছেন । কিন্তু রাজ্যে টিকা নেবার জন্য দুর্ভোগের অন্ত থাকছে না । এবার শহর কলকাতাতে সেই দুর্ভোগের কিছুটা হলেও ইতি পড়তে চলেছে । জানা গেছে, কলকাতা পুরসভার সমস্ত টিকা সেন্টারগুলো থেকে ভ্যাকসিন প্রাপকদের জন্য টোকেনের ব্যবস্থা করা হচ্ছে । আগামী সোমবার থেকেই এই ব্যবস্থা চালু করার কথা ঘোষণা করা হয়েছে ।
টিকা নিয়ে যে দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষ তার সমাধানের জন্য কলকাতা পুরসভার পক্ষ থেকে এক বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে । ১৮ বছর থেকে ৪৫ বছর অবধি বয়সীদের টিকা দেওয়া কিছু দিন ধরে বন্ধ । দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে শেষ পর্যন্ত শুনতে হচ্ছে, যারা প্রথম ডোজ নিয়েছেন তারা সকলে এবং ৪৫ বছরের বেশী বয়স হলে তারা টিকা নিতে পারবেন । ফলে ১৮ বছরের উদ্ধে কেউ টিকা নিতে পারছিলেন না । অথচ, বিভিন্ন কর্মক্ষেত্রে টিকা নেওয়ার সার্টিফিকেট দেখিয়ে কাজে যোগ দিতে বলা হয়েছে ।
এই অবস্থায় অল্প বয়সীদের ক্ষেত্রে দুর্ভোগের কোন অন্ত ছিল না । দেখা গেছে, শহরের বিভিন্ন টিকা কেন্দ্রের সামনে রাতজেগে অপেক্ষা করেও শেষ পর্যন্ত টিকা না পেয়ে বাড়ি ফিরতে হয়েছে । এছাড়া টিকা নেওয়া হলেও যেভাবে ঠাঁসা ভিড়ের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকা নেওয়া হচ্ছে, তাতে কোনভাবেই করোনাবিধি মানা হচ্ছে না । ফলে প্রায় সব টিকা কেন্দ্রের সামনে অসন্তোষ শুরু হয়েছে । এবার এই চরম হয়রানি দূর করার জন্য সোমবার থেকে টোকেন ব্যবস্থা চালু করা হচ্ছে ।
জানা গেছে, নয়া এই ব্যবস্থায় আর টিকার লাইনে দাঁড়িয়ে দুর্ভোগ পোহাতে হবে না আম জনতাকে। হাতে পুরসভার টোকেন থাকলেই মিলবে ভ্যাকসিন। এবার থেকে টোকেন পরিষেবার মাধ্যমে টিকা নিতে পাবেন প্রাপকরা। পুরসভার পক্ষ থেকে পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘ টিকার লাইনে দাঁড়িয়েও মানুষ টিকা পাচ্ছিলেন না। সেকারণে তাঁদের এই হয়রানি দূর করতে এই টোকেন পরিষেবা চালু করা হচ্ছে। পুরসভার সমস্ত টিকা সেন্টারগুলো থেকে ভ্যাকসিন প্রাপকদের এই টোকেন দেওয়া হবে। সোমবার থেকে এই পরিষেবা কার্যকর হয়ে যাবে। ১৮ থেকে ৪৪ বছরের টিকা প্রাপকদের জন্য আপাতত এই পরিষেবা চালু করা হচ্ছে। এছাড়াও ৪৫ বছরের ঊর্ধ্বে যাঁরা রয়েছেন, তাঁদের লাইন এখন কিছুটা কম হচ্ছে। তবে পরবর্তী ক্ষেত্রে যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে তাঁদের জন্যেও এই পরিষেবা চালু করে দেওয়া হবে।’
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…