দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ নির্বাচনের মধ্যেই সবথেকে বড় খবর ঘোষণা হল । দেশজুড়ে লাগামছাড়া করোনা সংক্রমণের জেরে বাতিল ঘোষণা করা হল CBSE র দশম শ্রেণীর পরীক্ষা । তবে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে কি না সে বিষয়ে কিছু জানা যায়নি । আপাতত দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আরও পিছিয়ে দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আজ বুধবার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
গোটা দেশ প্লাবিত হচ্ছে করোনার দ্বিতীয় তরঙ্গ প্রবাহে । দেশের অন্তত দশটি রাজ্যে ভয়াবহ করোনা সংক্রমণ দেখা দিয়েছে । মহারাষ্ট্রে আপাতত ৭ দিনের লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আজ প্রধানমন্ত্রীর বাসভবনে CBSE পরীক্ষা নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয় । সেখানে দশম শ্রেণীর পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এদিকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আপাতত স্থগিত । বাতিল ঘোষণা না করা হলেও, কবে হবে সে বিষয়ে কিছু জানা যায়নি ।
উল্লেখ্য, এই বছরের মে মাসের ৪ তারিখ থেকে জুন মাসের ৭ তারিখ পর্যন্ত CBSE র দশম শ্রেণীর পরীক্ষা শুরু হবার কথা ছিল । অন্যদিকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নেবার কথা ছিল ৪ মে থেকে ১৫ জুন অবধি । করোনা সংক্রমণের জেরে গত বেশ কিছুদিন ধরে CBSEর দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পিছিয়ে দেবার দাবী জানাচ্ছিলেন অভিভাবক এবং শিক্ষকরা । এর পরেই কেন্দ্রীয় সরকার পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ।
আজ প্রধানমন্ত্রীর বাস ভবনে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিওয়াল নিশাঙ্ক সহ শিক্ষা মন্ত্রকের পদস্থ আধিকারিকরা । ‘পরীক্ষার চেয়ে জীবন আগে’ এই যুক্তি মাথায় রেখে বৈঠক শুরু হয় । আজ বৈঠক শেষে শিক্ষামন্ত্রী সংবাদমাধ্যমে জানালেন, ‘পড়ুয়াদের সুরক্ষার কথা মাথায় রেখেই সিবিএসই’র দশম শ্রেণির পরীক্ষা বাতিল ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…