দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ রাজ্যজুড়ে লাগামছাড়া করোনার জেরে এবার প্রভাব পড়তে শুরু করেছে শিয়ালদহ শাখার ট্রেনের উপর । যেভাবে করোনা সংক্রমণ রাজ্যে ছেয়ে যাচ্ছে এবার তার সরাসরি প্রভাব পড়ল লোকাল ট্রেনগুলির উপর। একের পর এক রেল কর্মচারী, গার্ড করোনায় আক্রান্ত হওয়ায় বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করতে বাধ্য হল পূর্ব রেল ।
গতবছর দেশজুড়ে লকডাউন ঘোষণা করার পরেই ভারতীয় রেল পরিষেবা বন্ধ করা হয় । রাজ্যের লোকাল ট্রেনগুলিও সেই সময় বন্ধ হয়ে যায় । জরুরী পরিষেবার জন্য কিছু স্পেশ্যাল ট্রেন চালু থাকলেও সেখানে সাধারন মানুষ যাতায়াত করতে পারেনি । জানা গেছে, লাগামছাড়া করোনার জেরে এবার গত কয়েকদিনে আক্রান্ত হয়েছেন পূর্ব রেলের চারটি ডিভিশনেরই বেশ কয়েকজন মোটরম্যান, গার্ড ও সামনের সারির বেশ কয়েকজন কর্মী ও রেলের চালকও।একদিনে শিয়ালদহ শাখায় ১৪ জন গার্ড করোনা আক্রান্ত হন। তার জেরে কিছু লোকাল ট্রেন বাতিল করতে বাধ্য হয়েছে রেল কর্তৃপক্ষ ।
রেলের কর্মচারীদের মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়ে প্রায় পূর্ব রেল এবার কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে । শুধু শিয়ালদহ ডিভিশনেই ২৫টির বেশি ট্রেন বাতিল করা হয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রন না করা গেলে আগামী দিনে আরও বেশ কিছু ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিতে পারে রেল । উল্লেখ্য গত রবিবার একই ডিভিশনে ১৮ জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল । রেলের পক্ষ থেকে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, দূরপাল্লার ট্রেনের পরিষেবা যাতে স্বাভাবিক থাকে, সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পাশাপাশি, পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, তারা এই কঠিন পরিস্থিতির মধ্যেও পরিষেবা যথাযথ রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রতিটি স্টেশন ও প্ল্যাটফর্মে যাত্রীরা যাতে যথাযথ করোনা বিধি মেনে চলেন সেদিকে নজর রাখার চেষ্টা করা হচ্ছে ।
বিধানসভা নির্বাচনের প্রচার চলছে রাজ্যজুড়ে । সম্প্রতি সিপিএম এবং জাতীয় কংগ্রেস প্রচার থেকে নিজেদের সরিয়ে নিলেও বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের প্রচার, মিটিং, মিছিল, রোড শো এখনও অব্যাহত । এদিকে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ । গতবছর কোনভাবে সামাল দেওয়া গেলেও এখনই হাসপাতালগুলিতে বেড অমিল হয়ে পড়েছে । এদিকে করোনা টিকা নিয়েও চলছে রাজনীতির প্রচার । এর মধ্যে ধাক্কা খেল রেল ব্যবস্থা । আগামিদিনে যদি এভাবে করোনা আরও বাড়তে থাকে, তাহলে রেল পরিষেবা দেওয়া কতখানি সম্ভব হবে সে বিষয়ে উঠছে প্রশ্ন ।