দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ বঙ্গ রাজনীতিতে রাজ্যপাল এবং রাজ্য সরকারের বিরোধ বারংবার থেকেই গেছে । আজ ১৮ মে রাজ্যপাল জগদীপ ধনকড়ের ৭০ তম জন্মদিন । কিন্তু গতবারের মত এবারও এই দিনটি তিনি পালন করছেন না । গতবার করোনার জন্য স্থগিদ রেখেছিলেন সেলিব্রেশান, এবার কেন করছেন না সেই কারন জানিয়ে দিলেন টুইট করে। সেখানে যথারীতি হ্যাসট্যাগ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ।
সোমবার নিজাম প্যালেসে সারাদিন ছিল টানটান উত্তেজনা । রাজ্যপালের হস্তক্ষেপে সিবিআই দপ্তরে তুলে নিয়ে গ্রেপ্তার করা হয় তৃনমূলের দুই মন্ত্রীসহ চার হেভিওয়েট বিধায়ককে । সন্ধ্যা ৭ টা নাগাদ অন্তর্বর্তী জামিন পেলেও রাত ১ টা নাগাদ সেই জামিনে স্থগিতাদেশ দেওয়ায় প্রেসিডেন্সি জেলে ঠাই হয় তাদের । এই আবহে, রাজ্যপাল জগদীপ ধনকড় এক টুইট বার্তায় জানালেন, গতবারের মতো গতবারের মতো এবারও নিজের জন্মদিন উদযাপন করবেন না । টুইটে তিনি জানান কোভিড এবং ভোট পরবর্তী হিংসার কারণে তিনি তাঁর জন্মদিন সেলিব্রেট করছেন না। টুইট বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করার পাশাপাশি ধনকড় কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের উদ্দেশে লকডাউন রক্ষা ও হিংসা বন্ধের কথাও বলেছেন।
জগদীপ ধনখড় ১৮ মে, ১৯৫১ সালে রাজস্তানে জন্ম গ্রহণ করেন । তার প্রাথমিক শিক্ষালাভ হয়েছিল গ্রামের কিতানা বিদ্যালয়ে এবং একজন মেধাবী ছাত্র হিসাবে ধনকড় সম্পূর্ণ বৃত্তি লাভ করেন। রাজস্থানের সৈনিক স্কুল, চিতোরগড় থেকে মধ্যশিক্ষা গ্রহণ করেন। তিনি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট পরীক্ষা (কেমব্রিজ বিশ্ববিদ্যালয়) স্বাতন্ত্র্যের সাথে পাশ করেন। পদার্থবিজ্ঞানে বিএসসি(অনার্স) এবং বিশেষ মর্যাদার সঙ্গে এলএলবি পাশ করেন ১৯৭৮ সালে রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে।কর্মজীবনে জগদীপ ধনকড় ছিলেন দক্ষ আইনজীবী এবং রাজনীতিবিদ । ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন । ১৯৯৩-৯৮ সালে রাজস্থানের দশম বিধানসভায় কিষানগড়, রাজস্থান থেকে বিধায়ক এবং রাজস্থান হাইকোর্ট বার এসোসিয়েশন, জয়পুরের সভাপতি ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি ১৯৮৯-৯১ নবম লোকসভায় রাজস্থানের ঝুনঝুনু (লোকসভা কেন্দ্র) থেকে বিজেপির সাংসদ হিসাবে জয়লাভ করেন । ২০১৯ সালের ৩০ শে জুলাই পশ্চিমবাংলার ২৮ তম রাজ্যপাল হিসাবে নিযুক্ত হন।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…