দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ করোনা গরীব-ধনী কাউকেই বাদ দিচ্ছে না । আর ঘটনা হল, রীতিমত বিজনেস ক্লাসে চেপেই ভারতে আগমন ঘটেছে তার ! এবার করোনায় মারা গেলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর ছেলে । প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংহের ছেলে তথা রাষ্ট্রীয় লোকদল নেতা অজিত সিংহের জীবন কেড়ে নিল কোভিড ১৯ ।
জানা গেছে, উত্তর প্রদেশের পশ্চিম দিকের জাঠ নেতা অজিত সিংহের করোনা পজিটিভ আসে । এরপরেই তাকে গুরুগ্রামের একটি হাসপাতালে ভর্তি করানো হয় । কিন্তু সেখানে তার ফুসফুসের সংক্রমণ অনেক বেড়ে যায় । মঙ্গলবার রাত থেকেই অবস্থার অবনতি শুরু হয় । অবশেষে বৃহস্পতিবার সকালের দিকে তিনি মারা গেলেন ।
১৯৭৯-৮০ সালে ৬ মাসের জন্য দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন চরণ সিং । পশ্চিম উত্তরপ্রদেশের প্রবাদপ্রতীম জাঠ নেতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংহের ছেলে অজিত। পড়াশুনায় অত্যন্ত মেধাবী খড়্গপুর আইআইটি থেকে পড়াশুনা করেন । এর পর ইলিনয়েস ইনস্টিটিউট অব টেকনোলজিতে পড়াশুনা করেন। বাবা চাইতেন তার ছেলে রাজনীতিতে না এসে পড়াশুনা করে অন্য কোন পেশার সাথে যুক্ত থাকুক । প্রাশুনা শেষ করে অজিত সিং মার্কিন যুক্তরাষ্ট্রে তথ্য প্রযুক্তি সংস্থায় চাকরি করেন প্রায় ১৫ বছর ।
এরপর দেশে ফিরে রাজনীতিতে ঢুকে পড়েন । ১৯৮৬ সালে প্রথম বার রাজ্যসভার সাংসদ হন। অতীতে বিশ্বনাথ প্রতাপ সিংহ প্রধানমন্ত্রী থাকাকালীন শিল্পমন্ত্রী ছিলেন অজিত সিংহ। পরে নরসিংহ রাও সরকারে আসার পর খাদ্য মন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয় অজিত সিং কে । আবার অটলবিহারী বাজপেয়ী জমানায় অজিত সিংহের রাষ্ট্রীয় লোকদল বিজেপির সঙ্গে জোট বাঁধে। সেই সময়ে কেন্দ্রে কৃষি মন্ত্রী হয়েছিলেন তিনি। ২০০৩ সাল পর্যন্ত এনডিএ-র শরিক ছিলেন অজিত সিংহ। এদিন তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী সহ জাতীয় রাজনীতির নেতা নেত্রীরা।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…