দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ গত ২৩ শে জানুয়ারি ভিক্টোরিয়ায় অনুষ্ঠিত নেতাজীর ১২৫তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যপাল জগদীপ ধনকড়ের সামনে ‘জয় শ্রীরাম’ ধ্বনি তুলে মমতাকে অপমান করা হয়েছে – এমন দাবি তুললেন শিক্ষকরা ! কেন্দ্রীয় সরকারের পরিচালনায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা দেবার আগে রীতিমত পরিকল্পনা করেই ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া হয়েছে বলে প্রতিবাদ সভা করল ‘পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি’।
২৩ শে জানুয়ারি নিজের বক্তব্য রাখার আগে ‘জয় শ্রীরাম’ ধ্বনি শুনে নিজেকে অপমানিত বোধ করেন মুখ্যমন্ত্রী মমতা । প্রতিবাদ হিসাবে তিনি বক্তৃতা না দিয়েই মঞ্চ ত্যাগ করেন । একাংশ যদিও মনে করেন এভাবে মুখ্যমন্ত্রীর মঞ্চ ত্যাগ করা উচিত হয়নি, আবার অন্যপক্ষের অভিমত ‘ঠিক কাজ’ করেছেন মুখ্যমন্ত্রী । এবার ‘মুখ্যমন্ত্রীর অপমান হয়েছে’ এই ইস্যু নিয়ে সোমবার ‘পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি’র সদস্যরা মৌলালি থেকে মিছিল করে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত যান । সেখানে প্রতিবাদের পাশাপাশি তাদের দাবিদাওয়া নিয়ে সরব হন ।
সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অপমানের প্রতিবাদ মিছিলে অংশগ্রহণকারী প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য সম্পাদক অশোক রুদ্র জানান, ‘জয় শ্রীরাম’ স্লোগান আসলে পরিকল্পনা মাফিক করা হয়েছিল শুধুমাত্র মুখ্যমন্ত্রীকে অপমান করার জন্য । এছাড়াও শিক্ষকদের অন্য দাবি নিয়ে তিনি জানান, ”বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষকের পদ ফাঁকা। সেগুলি অবিলম্বে পূরণ করতে হবে। সেই সঙ্গে শিক্ষকদেরও স্বাস্থ্য বিমার আওতায় আনতে হবে।”
সোমবার পতিবাদ সভায় হাজির ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । তার সামনেই সংগঠনের সদস্যরা তাদের দাবি জানান । এপ্রসঙ্গে প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য সম্পাদক অশোক রুদ্র জানিয়েছেন, শিক্ষামন্ত্রী তাঁদের দাবি বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছেন।
প্রাথমিক শিক্ষক সংগঠনের প্রতিবাদ ছাড়াও পরদিন মঙ্গলবার অরাজনৈতিকভাবে কিছু ছাত্র-ছাত্রী বিক্ষোভ দেখান । ২৩ শে জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঘটনার প্রতিবাদে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে ‘ক্ষমা করো নেতাজি’ কর্মসূচী নিয়ে তারা অবস্থান বিক্ষোভ করেন । যদিও এই অবস্থান বিক্ষোভ অরাজনৈতিকভাবে করা হয়েছে, কিন্তু বাস্তবে দেখা গেছে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের মত কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব ।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…