এবার দুয়ারে কর্মসূচী প্রকল্পের মাধ্যমে মহিলাদের জন্য 'লক্ষী ভাণ্ডার' চালুর ঘোষণা
এবার দুয়ারে কর্মসূচী প্রকল্পের মাধ্যমে মহিলাদের জন্য 'লক্ষী ভাণ্ডার' চালুর ঘোষণা

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃতীয় বারের জন্য তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসার পিছনে ‘দুয়ারে সরকার’ কর্মসূচী ব্যাপক ভূমিকা নিয়েছিল । এবার ফের রাজ্যজুড়ে ‘দুরায়ে সরকার’ কর্মসূচী চালু হতে চলেছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে এক সাংবাদিক বৈঠকে সেই কথা ঘোষণা করলেন ।

বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে ফের ‘দুয়ারে সরকার’ করমসুচির মাধ্যমে বিভিন্ন সরকারী প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের মধ্যে পোঁছে দেওয়া হবে । বিশেষ করে নির্বাচনের আগে মমতা জানিয়েছিলেন, রাজ্যের প্রতিটি মহিলার জন্য ৫০০-১০০০ টাকা আর্থিক সাহায্য করা হবে । এবার ‘লক্ষী ভাণ্ডার’ নামে এই প্রকল্প চালু করা হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রী নবান্ন থেকে জানিয়েছেন,  ‘দুয়ারে সরকার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আগামী ১৬ ই অগাস্ট থেকে ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত ফের ওই ক্যাম্পের মাধ্যমে আবেদন করতে পারবেন সাধারণ মানুষ’।

মহিলাদের জন্য যে আর্থিক অনুদান দেবার কথা ঘোষণা করা হয়েছিল সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘রাজ্যের প্রতিটি মহিলাকে স্বনির্ভর করার লক্ষ্যে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা শীঘ্রই চালু হবে । দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্যসাথী একাধিক প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বাংলার মানুষ ।’

এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়া যাবে আগামী ১ লা সেপ্টেম্বর থেকেই। তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার আগে জমা দিতে হবে আবেদন পত্র। আর সেই আবেদন পত্র বাংলার প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আবারও চালু করা হচ্ছে ‘দুয়ারে সরকার’ শিবির। এই শিবির চলবে আগামী ১৬ ই অগাস্ট থেকে ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত’।

কারা ‘লক্ষী ভাণ্ডার’ প্রকল্পে আবেদন করতে পারবেন ? মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রসঙ্গে জানিয়েছেন, ‘লক্ষ্মীর ভাণ্ডারর প্রকল্পের আয়ত্তাভুক্ত হওয়ার জন্য ২৫ থেকে ৬০ বছর বয়সি প্রত্যেক মহিলা আবেদন করতে পারবেন। তবে যাঁরা পেনশনভোগী রয়েছেন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। আর এই প্রকল্পের আয়ত্তায় তফসিলি ও আদিবাসী মহিলারা মাসে ১০০০ টাকা এবং জেনারেল বা সাধারণ মহিলারা মাসে ৫০০ টাকা করে পাবেন।’

তৃণমূল কংগ্রেসের ২১ শে জুলাই এবার গোটা দেশে বেশ সফলভাবে পালন করা হয়েছে । অন্যান্য রাজনতিক দলগুলির কাছ থেকেও ইতিবাচক সাড়া মিলেছে । রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ২১ জুলাইয়ের পরেই মমতা ২৪ শের নির্বাচনকে পাখির চোখ হিসাবে দেখছেন । ফলে দুয়ারে সরকার মমতার আরও একটা মাস্টার স্ট্রোক হতে চলেছে ।