দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ করোনার প্রথম ঢেউ ভারত কোনভাবে সামলে নিয়েছিল । কিন্তু দ্বিতীয় ঢেউ যেন সব কিছু তছনছ করে দিচ্ছে । এবার করোনা আক্রান্ত হলেন বর্ষীয়ান বাম নেতা এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য । ইতিমধ্যে শারীরিক অবস্থার অবনতির জন্য মীরাদেবীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, কোভিড ১৯ এর শিকার হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। প্রথমে তাঁর স্ত্রী মীরা দেবীর শরীরে করোনা সংক্রমণ হয় । সুত্রের খবর, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ইতিমধ্যেই শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে মীরা ভট্টাচার্যকে। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী হাসপাতালে যেতে না চাওয়ায় বাড়িতেই চিকিৎসা করাচ্ছেন । বর্তমানে মীরা ভট্টাচার্যের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে । হাসপাতাল সূত্রে জানা গেছে, অক্সিজেন সাপোর্ট ছাড়াই তাঁর দেহে অক্সিজেনের মাত্রা ৯৫-৯৬ মধ্যে রয়েছে। তাঁর সিটি স্ক্যান এবং প্রয়োজনীয় রক্তপরীক্ষা করা হয়েছে। শ্বাসকষ্ট-সহ জ্বরজ্বর ভাব এবং শরীরে অস্বস্তি রয়েছে মীরাদেবীর ।
বুদ্ধদেব ভট্টাচার্য করোনা আক্রান্ত হলেও বাড়িতেই চিকিৎসা করছেন । জানা গেছে, প্রথমে স্ত্রী মীরা দেবী করোনায় আক্রান্ত হন । এরপরেই সংক্রামিত হন বুদ্ধদেব বাবু । চিকিৎসকরা হাসপাতালে যাবার পরামর্শ দিলেও, তিনি রাজী হননি । অনেক দিন ধরেই তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে । এই মুহূর্তে তাঁর শরীরের অক্সিজেনের মাত্রা অনিয়মিত থাকছে । মাঝে মাঝে অক্সিজেনের মাত্রা বাড়াতে হচ্ছে তাঁর । বর্তমানে বুদ্ধদেব ভট্টাচার্যকে বেশ চিন্তায় রয়েছেন চিকিৎসকরা ।
বহুদিন ধরে বর্ষীয়ান বাম নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য শারীরিকভাবে অসুস্থ । অনেক দিন ধরেই শ্বাসকষ্টে ভুগছেন তিনি । ০১৯ সালে লোকসভা ভোটে শারীরিক অসুস্থতার কারণে ভোট দিতে যাননি। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনেও বাড়িতেই থেকেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে ভোট দিতে গিয়েছিলেন তাঁর স্ত্রী মীরা ও মেয়ে সুচেতনা। কাজেই তাঁর সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে চিকিত্সকদের।