দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ সাংবাদিক মহলে ছন্দপতন ! এবার করোনার বলি বাঙালী সাংবাদিক এবং জি ২৪ ঘণ্টার সম্পাদক অঞ্জন বন্দ্যোপাধ্যায় । কয়েকদিন ধরে করোনা আক্রান্ত হবার পর রবিবার রাত ৯-২৫ শে মারা যান । তাঁর মৃত্যুতে সাংবাদিকতার জগতে তৈরি হল অপার শূন্যতা ।
জানা গেছে, সম্প্রতি বহুল প্রচলিত সংবাদ মাধ্যম ২৪ ঘণ্টার সম্পাদক এবং সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায় কোভিড আক্রান্ত হন । অসুস্থ অবস্থায় বাইপাসের পাশে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে । গত কয়েকদিন ধরেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । অবশেষে করোনার কাছে হার মেনে রবিবার রাত ৯টা ২৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । তাঁর এই অকাল মৃত্যু সাংবাদিক মহলে নিয়ে এসেছে শোকের ছায়া ।
করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মকভাবে আছড়ে পড়েছে রাজ্যেও । বিশেষ করে ভোট পরবর্তীকালে করোনা পরিস্থিতি ভয়ানক আকার ধারন করেছে । ফল প্রকাশের পর রাজ্য সরকার লোকাল ট্রেন বন্ধ করার পাশাপাশি আংশিক লকডাউন ঘোষণা করে। কিন্তু তাতে পরিস্থিতির কোন বদল না হওয়ায় এবার করা লকডাউনের পথে হাঁটতে বাধ্য হয়েছে রাজ্য প্রশাসন । গোটা দেশে করোনা সংক্রমণ এখনও তিন লাখের উপরে । যদিও শনিবারের সাপেক্ষে রবিবার সংক্রমণের হার কিছুটা হলেও কম ।
এদিকে আশার কথা গোটা দেশে একদিকে যেমন সংক্রমণের হার কমেছে, তেমনি বেড়েছে সুস্থতার হার । তবে গতকাল মৃত্যুর সংখ্যা আগের তুলনায় বেশী । মারা গেছেন ৪০৭৭ জন । কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪৬ লক্ষ ৮৪ হাজার ৭৭ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩৬ লক্ষ ১৮ হাজার ৪৫৮ জন। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৭ লক্ষ ৯৫ হাজার ৩৩৫ জন। দেশের করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২ লক্ষ ৭০ হাজার ২৮৪ জনের। সবচেয়ে বেশী আক্রান্ত হয়েছে উত্তর প্রদেশে । তবে, যোগীরাজ্যে করোনা পরীক্ষার পরিমাণও অন্যান্য রাজ্যের চেয়ে বেশী । এখনও পর্যন্ত সেখানে প্রায় সাড়ে চার কোটি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ।