এই মহিলারা নিজেদের থেকে কম বয়সী ছেলেদের প্রতি বেশি আগ্রহী হয় !
এই মহিলারা নিজেদের থেকে কম বয়সী ছেলেদের প্রতি বেশি আগ্রহী হয় !

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ জ্যোতিষ শাস্ত্র মতে এক এক ধরনের মানুষের চরিত্র এক এক রকম হয় আর এটি নির্ভর করে মানুষটি কোন রাশির জাতক তার উপর । ঠিক এই কারনেই রাশি দেখে নতুন সম্পর্ক (বিবাহ) ঠিক করা হয় । আমাদের সমাজে সাধারনভাবে দেখা যায়, নতুন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে মেয়েদের থেকে পুরুষরা বয়সে বেশি বড় হয় । কিন্তু কিছু মহিলা নিজেদের থেকে কম বয়সী পুরুষের প্রতি আগ্রহী হয় । দেখে নেওয়া যাক কোন রাশির মহিলারা এমন ধারা আচরণ করেন ।

মেয়েদের থেকে পুরুষরা বয়সে বড় হবে এটাই স্বাভাবিক । আমাদের সমাজে মেয়েদের থেকে পুরুষরা স্বাবলম্বী বেশি । যদিও কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে । আর বেশিরভাগ মেয়েরা পুরুষদের মধ্যেই নিজেদের অবলম্বন খোঁজ করে । ফলে নিজের থেকে বেশি বয়সী ছেলেদের সাথে সম্পর্ক স্থাপন করে আর নিজের থেকে কম বয়সী পুরুষদের স্নেহের চোখে দেখে । অথচ মহিলা রয়েছেন,  রয়েছেন যাঁরা নিজেদের থেকে কম বয়সি জীবনসঙ্গীর সঙ্গে বেশি স্বাচ্ছন্দ বোধ করে।

জ্যোতিষ শাস্ত্রমতে এই রাশির জাতিকারা নিজেদের থেকে কম বয়সী পুরুষদের সাথে সম্পর্ক গড়ে তুলতে বেশি আগ্রহী হয় । আলচনার শুরুতেই প্রথমে আসবে মেষ রাশির জাতিকাদের কথা । দেখা গেছে মেষ রাশির জাতিকারা নিজেদের সব সময়ের জন্য অল্পবয়সী ভাবতে পছন্দ করেন । এই কারনেই কম বয়সী পুরুষরা এদের আগ্রহের তালিকায় প্রথম দিকে থাকে । মেষ রাশির পরেই কর্কট রাশির জাতিকা । এই রাশির জাতিকারা পুরুষদের উপর নিজের কর্তৃত্ব ফলাতে বেশি ভালবাসেন, পছন্দ করেন নিজেদের সঙ্গী যেন সব সময় তার কথা শুনেই চলে । ঠিক এই কারনে তাঁরা কম বয়সীদের প্রতি আকৃষ্ট হন ।

এই দুই রাশি ছাড়াও মিথুন এবং বৃশ্চিক রাশির জাতিকাদের মধ্যে অল্পবয়সী পুরুষের সাথে সম্পর্কে আগ্রহী হতে দেখা যায় । জ্যোতিষ শাস্ত্রমতে মিথন রাশির জাতিকারা নিজেদের খুব একাকিত্ব বোধ করেন । অন্য দিকে বৃশ্চিক রাশির জাতিকারা জীবনে আনন্দকে গুরুত্ব দেন সবচেয়ে বেশি । এই কারনে এদের মধ্যেও এই প্রবণতা লক্ষ্য করা গেছে ।