বাইক আছে ! সাবধান ! স্পীড লিমিট ব্রেক করলেই জরিমানা এবং লাইসেন্স বাতিল হতে পারে
বাইক আছে ! সাবধান ! স্পীড লিমিট ব্রেক করলেই জরিমানা এবং লাইসেন্স বাতিল হতে পারে

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ লোকাল ট্রেন বন্ধ । এদিকে বাসের সংখ্যা অর্ধেক । ফলে যাদের একান্ত বাধ্য হয়ে অফিস বা জরুরী দরকারে বাইরে বের হতে হচ্ছে, হয় বাস অথবা বাইকের উপর বেশী নির্ভর করতে হচ্ছে । এবার রাস্তায় বেপরোয়াভাবে বাইক চালালে আপনি পড়তে পারেন মহা সমস্যায় । শুধু ট্র্যাফিক ফাইন দিয়েই মুক্তি মিলবে না এবার । বাতিল হয়ে যেতে পারে আপনার ড্রাইভিং লাইসেন্সও । লালবাজার থেকে এমনটাই ঘোষণা করা হয়েছে ।

লালবাজার থেকে বেপরোয়া বাইক চালকদের নিয়ন্ত্রনে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । ট্র্যাফিক আইন ভাঙলে, বিশেষ করে বেপরোয়াভাবে বাইক চালালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে । ইতিমধ্যে লাল বাজার পুলিশ বিভিন্ন জায়গায় মাইকের মাধ্যমে প্রচার শুরু করেছে । লোকাল ট্রেন বন্ধ এবং বাসের সংখ্যা কমে যাওয়ায় অনেকেই এখন বাইক বা স্কুটির মাধ্যমে অফিস যাচ্ছেন । অভ্যাস না থাকায়, দুর্ঘটনা বেড়ে গেছে অনেকখানি । গত সাত দিনে কলকাতা শহরে দুর্ঘটনায় তিনজন বাইক আরোহীর মৃত্যুর খবর পাওয়া গেছে । এছাড়া একজন পথচারীর মৃত্যু হয়েছে বাইকের ধাক্কায় ।

লাল বাজার থেকে জানানো হয়েছে, এবার থেকে বেপরোয়া বাইক চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে । কলকাতা ট্র্যাফিক গার্ডদের আধিকারিকদের কাছে ইতিমধ্যে এই মর্মে নির্দেশ পাঠানো হয়েছে । সেখানে বলা হয়েছে, একই বাইকে তিন জন সওয়ার দেখলে, হেলমেট ছাড়া আরোহী অথবা বেপরোয়া গতিতে বাইক চালাতে দেখলেই ব্যবস্থা নিতে হবে। এছাড়া শহরের সর্বত্র নির্দিষ্ট গতির চেয়ে বেশি গতিতে বাইক চালাতে দেখলেই জরিমানা এবং তিন মাসের জন্য বাইকচালকের লাইসেন্স বাতিল করা হবে।