করোনার দ্বিতীয় ঢেউ; বারাণসীতে পবিত্র গঙ্গার জল হল সবুজ ! কি জানাচ্ছেন গবেষকরা !
করোনার দ্বিতীয় ঢেউ; বারাণসীতে পবিত্র গঙ্গার জল হল সবুজ ! কি জানাচ্ছেন গবেষকরা !

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকে বারাণসীতে পবিত্র গঙ্গার জল ধীরে ধীরে সবুজ হয়ে উঠছে । সাধারণত জল দুষিত হয়ে উঠলে এভাবে রঙের উপর প্রভাব ফেলে । অথচ ঠিক এক বছর আগে, লকডাউনে গঙ্গার দূষণ উল্লেখযোগ্য ভাবে কমে গিয়েছিল । ফিরে আসছিল আগেকার সেই পবিত্রতা । এবার সম্পূর্ণ উলটপুরান ! এই নিয়ে এলাকায় ছড়িয়েছে আতংক । কেন এমন হচ্ছে সে বিষয়ে জানালেন গবেষকরা ।

গত বছর মার্চ মাসে কেন্দ্রীয় সরকার, করোনা মোকাবিলায় গোটা দেশে লকডাউন ঘোষণা করেছিলেন । সেই সময় স্তব্ধ জনজীবনের মধ্যে গঙ্গার জল হয়ে উঠেছিল স্বচ্ছ । কিন্তু একবছর যেতে না যেতেই গঙ্গা তার নিজস্বতা হারাতে বসেছে ! সম্প্রতি দেখা যাচ্ছ্‌ যোগী রাজ্যের বারাণসীর গঙ্গাতে স্বচ্ছতা আর নেই ।  চারদিকে গঙ্গার জল রং পরিবর্তন করে সবুজাভ বর্ণ ধারন করেছে । গবেষকরা জানিয়েছেন, এই মুহূর্তে এই জল মারাত্মক ক্ষতিকর । ভয়ের কিছু না হলেও, এই জল ব্যবহার বন্ধ রাখতে পরামর্শ দেওয়া হয়েছে ।

কেন বারানসীতে পবিত্র গঙ্গার জলের এই পরিবর্তন ? বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের (Benaras Hindu University) ‘মালব্য গঙ্গা রিসার্চ সেন্টার’-এর সভাপতি বিডি ত্রিপাঠী জানিয়েছেন, ”সাধারণত বদ্ধ জলাশয় পুকুর কিংবা খালের জলে এই ধরনের সবুজ রং চোখে পড়ে। কিন্তু গঙ্গার মত গতিযুক্ত নদীতে এমন দৃশ্য খুবই বিরল। তবে সাধারণত নদীর জলের গতি কমে গেলে এমনটা হতে পারে। যদি দীর্ঘ সময় ধরে সবুজ রং থাকে তাহলে জলে নিউরোটক্সিন মাইক্রোসিস্টিন মিশতে পারে। এর ফলে জল বিষাক্ত হয়ে উঠবে। ব্যবহারের অনুপযোগী হয়ে উঠবে। আবার অনেকসময় বর্ষার সময় আশপাশের নিকাশি নালাতে জমে থাকা জল শ্যাওলা ভেসে চলে আসে গঙ্গায়। সেখানে জলের মধ্যে ফসফেট, সালফার পেয়ে তারা দ্রুত বেড়ে ওঠে। এবং জলের মধ্যে ছড়িয়ে পড়ে। কেবল জলাশয় নয়, ক্ষেত কিংবা সেচের জল থেকেও গঙ্গায় মিশতে পারে রাসায়নিক।” 

তবে গবেষকদের ধারনা জলের এই রঙ পরিবর্তন আসলে একটা প্রাকৃতিক প্রক্রিয়া । এর সাথে করোনার কোন সম্পর্ক নেই । সাধারণভাবে দেখা যায়, মার্চ থেকে মে মাসের দিকে জলের এমন পরিবর্তন । কিছুদিনের মধ্যে বৃষ্টি শুরু হলে আবার জলের স্বাভাবিক রঙ কিছুটা ফিরে আসতে পারে । তবে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের (Benaras Hindu University) বিশেষজ্ঞরা এই জল যে মারাত্মক ক্ষতিকর সে কথা স্বীকার করে নিয়েছেন । তাদের পরামর্শ, এই জল ব্যবহার না করতে । কারন এই জলে চর্মরোগ হতে পারে। এছাড়া যদি কেউ পান করে, তাহলে লিভারের সমস্যা হতে পারে।

এদিকে করোনা আবহের মধ্যে একের পর এক মৃতদেহ গঙ্গায় ভেসে উঠেছে । উত্তর প্রদেশ এবং বিহারের গঙ্গায় সার দিয়ে লাশ গঙ্গায় ভেসে থাকতে দেখা গেছে । পচে যাওয়া বিক্ষত লাশ দেখে শিহরিত হয়েছে গোটা দেশ । ফলে এই দূষণের পিছনে লাশতত্ত্ব উঠে আসছে সাধারণ মানুষের মনে । তবে, এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয় গবেষকদের কাছে ।