দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ রাজ্যে আজ থেকেই শুরু হয়েছে বিধানসভা নির্বাচন । সকাল ৭ টা থেকেই বিভিন্ন কেন্দ্র থেকে আসছে একের পর এক উত্তেজনার খবর । এবার ইভিএম মেশিন ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ ! মেশিনে হাত দিলেই নাকি ভোট চলে যাচ্ছে বিজেপির ঘরে । অভিযোগ এসেছে পূর্ব মেদিনীপুরের কাঁথি বিধানসভার ১৭২ নম্বর বুথ থেকে ।
কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দল পূর্বেও ইভিএম মেশিন নিয়ে কারচুপির অভিযোগ জানিয়েছে একাধিকবার । এবার রাজ্যে ভোট গ্রহণ পর্ব শুরু হতে না হতেই সেই ইভিএম বিতর্ক শুরু । অভিযোগ এসেছে পূর্ব মেদিনীপুরের দক্ষিণ কাঁথি বিধানসভার ১৭২ নম্বর বুথ থেকে । ভোটদাতাদের একাংশের অভিযোগ, ভোটের মেশিন স্পর্শ করলেই নাকি ভোট পড়ছে বিজেপির খাতায় ! এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে । প্রায় চার ঘণ্টা ভোট গ্রহণ পর্ব বন্ধ রাখা হয় ।
জানা গেছে, পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরের কাছেই মাজানা মক্তব প্রাথমিক বিদ্যালয়ে সকালে নির্ধারিত সময়েই ভোট গ্রহণ পর্ব শুরু হয় । কিন্তু কিছু সময় পরেই গোল বাঁধে । ইভিএম কারচুপির অভিযোগ করা হয় । যদিও অভিযোগের সত্যতা প্রমান হয়নি । কিন্তু এর ফলস্বরূপ রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করতে দেখা যায় তৃণমূল সমর্থক কর্মীদের ।
এই বিষয়ে বুথের প্রিসাইডিং অফিসারকে জিজ্ঞাসা করা হলে, তিনি জানান, ইভিএম নিয়ে যে অভিযোগ করা হয়েছে, সেটি ভিত্তিহীন । এরপর খবর পেয়ে সেখানে পৌঁছন ভোট পর্যবেক্ষক। উত্তেজনা সামাল দিতে সেখানে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী । উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। প্রতিবাদকারীরা ইভিএম চেঞ্জ করার দাবি করার পাশাপাশি ভোট বাতিলের দাবিও জানান। শেষ পর্যন্ত ভিভিপ্যাট পরিবর্তন করে সকাল সাড়ে দশটা নাগাদ শুরু হয় ভোট গ্রহণ পর্ব ।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…