দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তাপমাত্রা নামতে নামতে মাইনাস ৩০ এ এসে ঠেকেছে । প্রবল ঠাণ্ডায় সব কিছু জমে বরফ । এবার ঠাণ্ডার কাছে নতি স্বীকার করে লাদাখ সীমান্ত থেকে পিছু সরছে চীনা সেনা । অথচ সেখানেই ভারতীয় সেনা অতন্ত্র প্রহরী হয়ে পাহারা দিচ্ছে সীমান্ত !
লাদাখে তাপমাত্রার পারদ মাইনাস ৩০ এ পৌঁছে গেছে । সেখানে প্রবল ঠাণ্ডার মধ্যে মোতায়েন ভারতীয় সেনা । অথচ নতি স্বীকার করেছে চীনা সেনা । গত তিন দিন ধরেই প্রবলভাবে তাপমাত্রা নেমেছে । উত্তরভারতে একদিকে ঠাণ্ডা অন্য দিকে প্রবল কুয়াশা । উত্তরের ঠাণ্ডা হাওয়ার প্রভাব পড়তে শুরু করেছে রাজ্যেও ।
গত দুইদিন ধরেই রাজধানী দিল্লীতে প্রচণ্ড কুয়াশা পড়তে দেখা গেছে । কেন্দ্রীয় হাওয়া অফিস মৌসম ভবন জানিয়েছে আগামী কয়েকদিন এই ঠাণ্ডা বজায় থাকবে । আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, সোমবার দিল্লীতে ঘন কুয়াশা এবং হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে । শহরের সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ৮ ডিগ্রিতে ।
করোনা সংক্রমণের ভয়ে গত বছর মার্চ মাস থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল সবকিছু । অন্যান্য ক্ষেত্রের মত দেশের বিভিন্ন স্থানের পর্যটন শিল্প মার খেয়েছে ব্যাপকভাবে । লকডাউন তুলে নেবার পর ভ্রমনপ্রিয় মানুষ বাড়ির বাইরে বের হতে শুরু করেছে । পর্যটন কেন্দ্রগুলিতে শীত বাড়ার সাথে সাথে মানুষের ঢল নেমেছে ।
লাদাখে তাপমাত্রা মাইনাস ৩০ । অন্যদিকে কাশ্মীরের তাপমাত্রাও নেমেছে ব্যাপক হারে । লেকগুলির জল জমে সাদা বরফ । শ্রীনগরের তাপমাত্রা মাইনাস ৭ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। কাশ্মীরের অন্য এলাকাগুলিতেও ঠাণ্ডার কামড় অব্যহত রয়েছে। উত্তরাখণ্ডের আউলিতে তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রি।