দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ করোনা সুনামিতে কার্যত বেসামাল গোটা ভারত । দৈনিক সংক্রমণ বেড়েই চলেছে । ক্রমশ পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যেতে বসেছে । সংক্রমণ এতই বেড়ে গেছে, হাসপাতালে বেড, অক্সিজেন, ঔষধ সব কিছুতেই অভাব দেখা দিয়েছে । এই অবস্থায় করোনা সংক্রমণের চেইন ভাঙ্গার জন্য গোটা দেশে লকডাউনের সুপারিশ করল সুপ্রিম কোর্ট।
কোনভাবেই করোনা সংক্রমণ ঠেকানো সম্ভব হচ্ছে না । দৈনিক সংক্রমণের হার চার লাখের দোরগোড়ায় পৌঁছে গেছে । কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছিলেন দেশে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হবে না । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জানিয়েছিলেন, সম্পূর্ণ লকডাউন অন্তিম সমাধান হিসাবে ডাকা হবে । দেশের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে স্থানীয়ভাবে কড়া লকডাউন চালু হলেও সম্পূর্ণ ভাবে সব কিছু বন্ধ করে দেওয়া হয়নি । রাজ্যেও আংশিক লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার । করোনা সংক্রমণে নিয়ন্ত্রন আনার জন্য এবার কেন্দ্রকে দেখতে বলেছে সুপ্রিম কোর্ট । এই বিষয়ে লকডাউন করলে এই অবস্থা কিছুটা নিয়ন্ত্রণে আনা যায় কি না সেই ব্যাপারটিও কেন্দ্রকে দেখতে বলেছে শীর্ষ আদালত।
এদিকে রাজ্যগুলির সাথে ভ্যাক্সিনের দাম নিয়ে কেন্দ্রীয় সরকারের সমস্যা এখনও মেটেনি । রাজ্যগুলি থেকে গোটা দেশে একই দামে ভ্যাক্সিন সরবরাহ করার দাবী জানানো হয়েছে । কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যদিও এখনও পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে ১লা মে থেকে ১৮ বছর থেকে ভ্যাক্সিন দেবার কথা থাকলেও চালু করা যায়নি । এবার সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, এল নাগেশ্বর রাও এবং এস রবীন্দ্র ভাটের বেঞ্চ বলেছে, ভ্যাক্সিনের দাম নিয়ে আরও একবার পর্যালোচনা করেছে। এইও সাথে জানিয়েছে, লকডাউন ঘোষণা করার আগে কেন্দ্রকে নিশ্চিত হতে হবে যে আর্থিক অবস্থার উপর যেন প্রভাব না পড়ে।
এদিন দেশের শীর্ষ আদালত জানিয়েছে, সুপার স্প্রেডার ইভেন্ট ও ভিড় এলাকার উপর নিষেধাজ্ঞা জারি, করার আবেদন করছি কেন্দ্র ও রাজ্য সরকারগুলির কাছে। যদি কেন্দ্র কিম্বা রাজ্যসরকার মনে করে করোনা সংক্রমণ নিয়ন্ত্রন করতে লকডাউন ঘোষণা করা প্রয়োজন, তাহলে সেটা করতে পারে । সেই সাথে সুপ্রিম কোর্ট জানিয়েছে, লকডাউন হলে সামাজিক ও আর্থিক প্রভাব কী হতে পারে তা আমরা জানি। বিশেষ করে প্রান্তিক মানুষের উপরে। তাই যদি লকডাউনের বিকল্প যদি না থাকে, তাহলে তার আগে প্রান্তিক মানুষদের জন্য পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা সম্পর্কে নিশ্চিত হয়েই করতে হবে ।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…