দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ এবারের বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের স্লোগান ‘জয় শ্রীরাম’ । বিরোধী শিবিরে এই স্লোগান অনেক ক্ষেত্রেই বিরক্তির কারন হয়েছে । ভোটের সময় ‘জয় শ্রীরাম’ স্লোগান বন্ধ করার জন্য একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয় । অবশেষে, গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের ‘জয় শ্রীরাম’ স্লোগান বন্ধ করার আর্জি মঙ্গলবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট । আদালত থেকে শুধু খারিজ করা হয়নি, বলা হয়েছে এই মামলাটি কার্যত গুরুত্বহীন ।
লোকসভা নির্বাচনের আগে থেকেই বিজেপি কর্মীদের ‘জয় শ্রীরাম’ স্লোগান নিয়ে কম বিতর্ক সৃষ্টি হয়নি । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যন্ত বেশ কয়েকবার মেজাজ হারাতে দেখা গিয়েছে । বিধানসভা নির্বাচনের আগে এই স্লোগানকে ধর্মীয় স্লোগানের আখ্যা দিয়ে বিরূপ পরিবেশ সৃষ্টি করতে পারে । এই যুক্তি দেখিয়ে এই স্লোগান বন্ধ করার আবেদন করে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন মনোহরলাল শর্মা নামের এক আইনজীবী । আজ সেই মামলার রায় দিল সুপ্রিম কোর্ট ।
দায়ের করা ‘জয় শ্রী রাম’ স্লোগান বন্ধ করার মামলায় মঙ্গলবার প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন তিন সদস্যের ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়, ধর্মের ভিত্তিতে বড়জোর নির্বাচনী পিটিশন হিসেবে এই মামলা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হওয়া যায়। এর পাশাপাশি মামলাকারী আইনজীবী মনোহরলাল শর্মাকে কলকাতা হাইকোর্টে আবেদনের পরামর্শ দেওয়া হয়। কিন্তু তিনি এই পরামর্শে রাজি না হওয়ায় দেয় শীর্ষ আদালত খারিজ করার সিদ্ধান্ত নেয় ।
এদিন দায়ের করা মামলায় আইনজীবী মনোহরলাল শর্মা ‘জয় শ্রী রাম’ স্লোগান বন্ধ করার আর্জি জানানোর পাশাপাশি ধর্মীয় ভেদাভেদের যুক্তি দেখিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সিবিআই যাতে মামলা করে সেই আবেদনও করেছিলেন । কিন্তু শীর্ষ আদালত এই মামলার মধ্যে কোন গুরুত্ব খুঁজে না পাওয়ায় খারিজ করে দেয় ।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…