দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ নতুন বছরের শুরুতেই সাধারন গ্রাহকের মনে হোয়াটসঅ্যাপ ব্যবহার নিয়ে আশঙ্কা সৃষ্টি হয়েছে । বিশেষ করে হোয়াটসঅ্যাপের নতুন পলিসি নিয়ে অনেকেই সন্দেহ করছেন, এবার হয়ত ব্যাক্তিগত তথ্যের কোন সুরক্ষা থাকবে না । এবার ব্যাক্তিগত তথ্য সুরক্ষা নিয়ে নয়া ঘোষণা করল সুপ্রিম কোর্ট ।
হোয়াটসঅ্যাপের নতুন পলিসি নিয়ে নতুন বছরের শুরু থেকেই প্রশ্ন ওঠা শুরু হয়েছে । নিজেদের তথ্য সুরক্ষা করার জন্য জল গড়িয়েছে আদালত পর্যন্ত । হোয়াটসঅ্যাপ নিয়ে কেন্দ্রীয় সরকার দাবী করেছে, বর্তমানে হোয়াটসঅ্যাপ বৈষম্যমূলক আচরণ করছে। গ্রাহককে তাদের নতুন পলিসি গ্রহণ করতে একপ্রকার বাধ্য করা হচ্ছে । আর এই নয়া পলিসিতে গ্রাহকদের ব্যাক্তিগত তথ্য সুরক্ষা এবং তার নিরাপত্তার দিকের কোন স্বচ্ছতা থাকছে না । হোয়াটসঅ্যাপের নতুন নিয়ম চলতি মাসের ৮ তারিখ থেকে চালু হবার কথা থাকলেও কোর্টের নির্দেশে আগামী তিন মাসের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
দেখা গেছে, হোয়াটসঅ্যাপের নতুন পলিসি নিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চিঠির মাধ্যমে তাদের অনুরোধ করা হয়েছে, ভারতীয় গ্রাহকদের জন্য এই নতুন নিয়ম চালু না করতে । এছাড়া এই নয়া নিয়মে তথ্যের সুরক্ষা ও নিরাপত্তা কতটা সুরক্ষিত থাকবে সে বিষয় নিয়েও একাধিক প্রশ্ন করা হয়েছে । এদিকে হোয়াটসঅ্যাপের নতুন নিয়ম গ্রহণ করলে তবেই ব্যবহার করা যাবে, নচেৎ অ্যাকাউন্ট থেকে বাদ যাবে নাম – এই রকম শর্ত আরোপ করেছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ।
হোয়াটসঅ্যাপের নতুন পলিসি আপডেট করার নোটিশ পাওয়ার পর অনেকেই নিজেদের ব্যাক্তিগত তথ্যের সুরক্ষা নিয়ে চিন্তিত হয়ে পড়েছিল । এমনকি অনেকেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্লোজ করে টেলিগ্রাম কিম্বা অন্য মাধ্যমে চলে গেছিল । সেসময় চাপের মুখে হোয়াটসঅ্যাপ জানায়, তাঁরা তাদের গ্রাহকদের তথ্য ফেসবুকের সঙ্গে শেয়ার করবে না । এমনকি হোয়াটসঅ্যাপ গ্রাহকদের নাম, ফোন নম্বরও ফেসবুকে দেওয়া হবে না । এছাড়া তাঁরা এটাও জানায়, গ্রাহকদের ব্যাক্তিগত আলাপচারিতায় তারা এমনিতেও নাক গলায় না ।
এদিকে ভারত সরকারের পক্ষ থেকে যুক্তি দেখানো হয়, যেখানে ইউরোপীয় গ্রাহকদের কোনও তথ্য ফেসবুক কিম্বা অন্য কোনও সংস্থাকে দেওয়া হবে না, সেখানে ভারতীয়দের ক্ষেত্রে আলাদা নিয়ম হবে কেন ? অবশেষে কোর্টের নির্দেশে ফের নতুন করে সিদ্ধান্ত নেবার জন্য তিন মাসের স্থগিত আদেশ করা হল ।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…