করোনার দ্বিতীয় ঢেউ ! সরকারী বেসরকারী কর্মক্ষেত্রে ভ্যাক্সিন নেওয়া বাধ্যতামূলক ঘোষণা কেন্দ্রের
করোনার দ্বিতীয় ঢেউ ! সরকারী বেসরকারী কর্মক্ষেত্রে ভ্যাক্সিন নেওয়া বাধ্যতামূলক ঘোষণা কেন্দ্রের

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ প্রথম থেকে এখন পর্যন্ত একদিনের সংক্রমণে রেকর্ড করল করোনা ! একদিনে নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ২৬ হাজার । এই অবস্থায় দেশের করোনা পরিস্থিতিতে কোনভাবেই হালকা করে দেখছে না কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক । সরকারীভাবে সমস্ত রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত রাজ্যগুলিকে নির্দেশ পাঠানো হয়েছে, সরকারী ও বেসরকারি সমস্ত কর্মক্ষেত্রে করোনা ভ্যাক্সিন বাধ্যতামূলক করতে হবে ।

সবে মাত্র কিছুদিন হয়েছে, লকডাউনের অভিশাপ থেকে মুক্তি পেয়ে কাজ কর্ম স্বাভাবিক হতে শুরু করেছে । কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ আরও মারাত্মকভাবে আছড়ে পড়ছে । দেশের অর্থনীতির দিকে চিন্তা করে এই মুহূর্তে পূর্ণ লকডাউনের পথে হাঁটতে চাইছে না কেন্দ্রীয় সরকার । এই কারনেই করোনা টিকাকরনের কাজ আরও দ্রুতগতিতে করতে চাইছে । সরকারীভাবে ঘোষণা করা হয়েছে, চলতি মাসের ১১ তারিখ থেকে  সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সরকারী ও বেসরকারি সমস্ত কর্মক্ষেত্রে করোনা ভ্যাক্সিন দেওয়ার কাজ শুরু করতে হবে ।

দেশের কয়েকটি রাজ্যে করোনা সংক্রমণের চিত্র দ্রুত ভয়াবহ আকার ধারন করছে । লকডাউন সেভাবে শুরু না হলেও বেশ কিছু রাজ্যে স্থানীয়ভাবে সাময়িক লকডাউন কিম্বা নাইট কার্ফু চালু করা হচ্ছে । কিন্তু একদিকে নির্বাচনী প্রচার অন্যদিকে বাস ট্রেনের মত গণপরিবহনে সাধারন মানুষ যেভাবে নিত্যদিন যাতায়াত করছে সেখান থেকে আরও দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে ।

প্রতিটি রাজ্যে পাঠানো কেন্দ্রীয় নির্দেশিকায় সরকারী বা বেসরকারি অফিসে কর্মরত কে বা কারা নিতে পারবেন এই টিকা ? জানা গেছে, নয়া নির্দেশিকায় আপাতত ৪৫ বছর বা তার বেশি বয়সীদের জন্যই এই ব্যবস্থা। তবে বয়স ৪৫ এর নিচে না হলে, কোমর্বিডিটির রোগী বা যাদের কোমর্বিডিটি নেই, প্রত্যেকেই ভ্যাক্সিন নিতে হবে । এই মুহূর্তে নতুন নির্দেশিকা অনুযায়ী,  ১৯৭৭ সালের ১ জানুয়ারির আগে যাদের জন্ম, তাদের করোনা ভ্যাক্সিন দেওয়া হবে ।