দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতসহ প্রতিবেশী দেশ বাংলাদেশেও । গত বছর করোনার প্রথম ধাক্কা সামলে নিলেও দ্বিতীয় বার এত দ্রুত হারে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাতে লকডাউনের পথে হাঁটতে বাধ্য হল হাসিনা সরকার । পরিস্থিতি এতটাই সঙ্গিন হয়ে পড়েছে, আগামী ১৪ই এপ্রিল বুধবার থেকে কড়া লকডাউন ঘোষণা করল বাংলাদেশ প্রশাসন ।
বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছিলেন, করোনার দ্বিতীয় ঢেউ আরও ভয়ংকর হবে । তাদের সতর্কবার্তা যে মিথ্যা ছিল না, সেটা এখন ভালভাবেই বোঝা যাচ্ছে । বাংলাদেশে গত মার্চ মাসের শেষের দিক থেকে লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে । আগামী ১৪ এপ্রিল থেকে কড়া লকডাউন ছাড়া অন্য কোন রাস্তা দেখতে পারছে না শেখ হাসিনা সরকার ।
প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, কড়া লকডাউনের সময় সমস্ত কিছু বন্ধ থাকবে । দোকান, বাজার, শপিং মল, গণপরিবহন, হোটেল রেস্তরাঁসহ অফিস আদালত বন্ধ থাকবে । শুধুমাত্র জরুরী পরিষেবাগুলি শর্ত সাপেক্ষে চালু রাখা হবে । অন্যদিকে বুধবার থেকেই বাংলাদেশ থেকে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধের কথাও ভাবনা চিন্তা কড়া হচ্ছে বলে জানা গেছে ।
এদিকে বাংলাদেশ সরকারের ঘোষিত এই লকডাউন নিয়ে আপত্তি জানিয়েছে সেদেশের রপ্তানি শিল্পের সাথে যুক্তরা । তাদের দাবী এমনিতেই ব্যবসার অবস্থা খুব খারাপ । এই সময় যদি রপ্তানি শিল্প বন্ধ রাখা হয়, তাহলে আর উঠে দাঁড়ানো হবে না । এদিকে সামনেই বছরের শুরু । এছাড়া ঈদ তো রয়েছেই । ফলে এই লকডাউনে ব্যাপকভাবে প্রভাব ফেলবে বস্ত্র শিল্পে ।