দি আজকের নিউজ অএব ডেস্কঃ স্কুলের ক্লাস কতদিন আগে করেছিল সেটাই অনেক পড়ুয়া ভুলতে বসেছে । এদিকে বাড়ির বড়রা কাজে মেতে থাকলেও প্রায় এক বছর ধরে স্কুলে না যেতে পেরে মুষড়ে পড়েছিল তারা । কিন্তু এবার আজ থেকেই খুলতে শুরু করেছে স্কুল । গত বছরের মার্চ মাসে বন্ধ ঘোষণা করার পর এই প্রথম খুলতে শুরু করেছে স্কুল ।
করোনা সংক্রমণের ভয়ে গত বছর মার্চ মাসে বন্ধ করে দেওয়া হয়েছিল সরকারী, বেসরকারি সব স্কুল । দীর্ঘদিন পড়ুয়ারা অনলাইন ক্লাসের উপর ভিত্তি করে কোন রকমভাবে নিজেদের পড়াশুনা চালিয়েছে । এবার রাজধানী দিল্লীতে আজ থেকেই খুলে গেল সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল। আপাতত করোনা বিধি মেনেই চালু দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস।
জানা গেছে আজ থেকে ক্লাস শুরু হলেও স্ক্রুলগুলি থেকে শর্ত দেওয়া হয়েছে, যদি ক্লাস করতেই হয় তাহলে অভিভাবকদের লিখিত সম্মতিপত্র নিয়ে আসতে হবে । এই মুহূর্তে অভিভাবকের সম্মতিপত্র ছাড়া ছাত্রছাত্রীদের ক্লাস করতে দেওয়া হবে না । আজ থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণী খুলে দিলেও আগামী কিছু দিনের মধ্যে সমস্ত শ্রেণীর ক্লাস শুরু হবে ।
গোটা দেশের বিভিন্ন রাজ্যে করোনা ভ্যাকসিন দেওয়া ইতিমধ্যে শুরু হয়েছে । দিল্লীতে আজ থেকে স্কুল খুলে দেওয়ায় অভিভাবকরাও খুব খুশি । করোনা সংক্রমণ রোধে স্কুলে সব ধরনের সতর্কতামূল পদক্ষেপ করা হচ্ছে।
জানা গেছে, দিল্লীতে স্কুল খুলে দেওয়া হলেও করোনা বিধি ভালভাবে পালন করা হচ্ছে কিনা, সেদিকে কড়া সতর্ক থাকবে । শিক্ষক-শিক্ষিকা ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে করোনার কোনও একটি লক্ষ্ণণ থাকলে তাকে স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না। স্কুলগুলির গেটে থার্মাল স্ক্যানার রয়েছে। সেই স্ক্যানার পেরিয়েই স্কুলে ঢুকতে হচ্ছে প্রত্যেককে।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…