দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ একেবারে সঠিক সিদ্ধান্ত নিল দিল্লী সরকার । কুম্ভমেলা ফেরতাদের জন্য ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করার নির্দেশ জারি করা হল । গোটা দেশে করোনার দ্বিতীয় ঢেউ প্রবাহে বেসামাল অবস্থা । সরকারীভাবে কড়া পদক্ষেপ না নিলে অচিরেই সব কিছু নিয়ন্ত্রনের বাইরে চলে যাবার আশঙ্কা কড়া হচ্ছে । এই অবস্থায় দিল্লী সরকারের এই পদক্ষেপ প্রশংসাযোগ্য ।
দিল্লীতে মাসের পর মাস কৃষক আন্দোলন, পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রচার এবং কুম্ভমেলা এই তিন করোনা সুপারস্প্রেডার এই মুহূর্তে প্রতিদিন রেকর্ড মাত্রায় সংক্রমণ ছড়াচ্ছে । দৈনিক আক্রান্তের নিরিখে গোটা পৃথিবীতে ভারত প্রথম স্থানে রয়েছে । করোনার মধ্যে কুম্ভমেলার অগণিত মানুষের ভিড় দেখে শিউরে উঠেছে গোটা বিশ্ব । রাজধানী দিল্লীতে রবিবার সরকার মেলা ফেরতদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার কড়া নির্দেশ জারি করেছে । পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে, যদি কেউ এই সরকারী নির্দেশ অমান্য করে কোয়ারেন্টাইনে না থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে ।
চলতি মাসের ৪ তারিখ থেকে যারা দিল্লী থেকে কুম্ভমেলায় গিয়েছিলেন, তাদের সমস্ত তথ্য সরকারী ওয়েব পোর্টালে দিতে বলা হয়েছে । নোটিশ জারি হবার তিন সপ্তাহের মধ্যে এই তথ্য দিতে বলা হয়েছে । কুম্ভমেলায় করোনার মধ্যে যেভাবে ভিড় জমায়েত হয়েছে, তাতে ব্যাপক হারে সংক্রমণের আশঙ্কা করছে বিশেষজ্ঞ মহল ।
কুম্বমেলায় দিল্লী ছাড়াও মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ওড়িশা, গুজরাটসহ অনেক রাজ্যের মানুষ সেখানে ভিড় করেছে । এর মধ্যে গুজরাট, মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, ওড়িশায় দিল্লির মতই নির্দেশিকা জারি করা হয়েছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার আবেদন করেছেন, এবারের কুম্ভমেলাকে যেন প্রতীকীভাবে পালন করা হয় । প্রধানমন্ত্রীর টুইটের মাধ্যমে আবেদন করার পর নড়েচড়ে বসেছেন কুম্ভমেলার কর্মকর্তারা । জানা গেছে, শনিবারই জুনা আখাড়ার পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের কুম্ভমেলায় তারা অংশ নিচ্ছেন না । এছাড়া মেলায় যোগদেওয়া আরও আখড়াও ফিরে যাবার চিন্তাভাবনা করছে ।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…