দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ যত দিন যাচ্ছে দেশের করোনা পরিস্থিতি জটিল থেকে জটিলতর দিকে মোড় নিচ্ছে । এই মুহূর্তে যে পরিমাণে সংক্রমণ ছড়িয়েছে তাতেই দিশেহারা । এরপর সংক্রমণ আরও বৃদ্ধি পেলে কি অবস্থা হবে কল্পনা করতেও ভয় জাগছে মনে । এই অবস্থায় রিপোর্ট জানাচ্ছে, করোনার প্রথম ঢেউয়ে চেয়ে দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ কয়েকগুন বেশি । তবে মৃত্যুর হার অনেকটা কম । ল্যানসেট কোভিড-১৯ কমিশন ইন্ডিয়া টাস্কফোর্স একটি রিপোর্টে এই তথ্য প্রকাশ করেছে ।
ল্যানসেট কোভিড-১৯ কমিশন ইন্ডিয়া টাস্কফোর্স তাদের সাম্প্রতিক সমীক্ষার রিপোর্টে জানিয়েছে, ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত প্রতিদিন ১০ থেকে ৮০ হাজার নতুন কেস সামনে এসেছে। অর্থাত্ ৪০ দিনের মধ্যে নতুন সংক্রমণের হার অনেক বেশি। গত বছর সেপ্টেম্বর মাস নাগাদ নতুন সংক্রমণের হার বাড়তে সময় লেগেছিল গড় ৮৩ দিন। ২০২০-র সেপ্টেম্বর মাসে করোনার ফার্স্ট ওয়েভ-এর থেকে দ্বিতীয় ঢেউ একেবারেই আলাদা। কারণ এখন করোনার নতুন করে সংক্রমণের হার অনেক বেশি। তাদের রিপোর্টে আরও বলা হয়েছে, তবে নতুন করোনায় সংক্রমিত হলেও এবার অনেকেই উপসর্গহীন বলে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন পড়ছে না। এমনকী এবার মৃত্যুর হারও আগের থেকে অনেকটাই কম।
ল্যানসেট কোভিড-১৯ কমিশন ইন্ডিয়া টাস্কফোর্স তাদের সমীক্ষা থেকে জানতে পেরেছে, প্রথম করোনার চেয়ে দ্বিতীয় করোনা অনেক বেশি সংক্রামিত করার ক্ষমতা রাখে । যার ফলে একটা পরিবারে কেউ আক্রান্ত হলে পুরো পরিবারের করোনা হবার সম্ভবনা খুব বেশি । এছাড়াও তারা জানিয়েছে, এমন অনেকেই আছেন তাদের শরীরে করোনার হালকা উপসর্গ আছে বা উপসর্গহীন । কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে টেস্ট করেও সেই সংক্রমণ ধরা যাচ্ছে না ।
এদিকে বিশেষজ্ঞরাও জানিয়েছেন গত বছরের নিরিখে আক্রান্ত হবার তুলনায় মৃত্যুর হার কিছুটা কম । তবে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে মারাত্মকভাবে । গত ৫ দিন ধরে দৈনিক আক্রান্তের সংখ্যা ২ লক্ষের গণ্ডি পেরিয়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছে ২ লক্ষ ৭৩ হাজার ৮১০ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ৬১৯ জনের। ভিনরাজ্য থেকে লকডাউন আতঙ্কে অনেক পরিযায়ী শ্রমিক নিজেদের রাজ্যে ফিরে আসছেন । তবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ শিল্পসংস্থাগুলিকে আশ্বস্ত করে জানিয়েছে, কেন্দ্রীয় সরকার এখনই লকডাউন জারির কথা ভাবছে না। তার কথায়, ‘দেশে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। তা সত্ত্বেও বলছি, বড় করে আর লকডাউন জারি করা হবে না। আমরা অর্থনীতিকে স্তব্ধ করতে চাই না। স্থানীয়ভাবে কনটেনমেন্ট জোনের মাধ্যমে করোনার দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলা করা হবে। দেশ আর বড়সড় লকডাউনের পথে হাঁটবে না।’
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…