ভোটের দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীকে নিয়েই এবার উঠল প্রশ্ন!
ভোটের দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীকে নিয়েই এবার উঠল প্রশ্ন!

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ আজ রাজ্যজুড়ে চলছে তৃতীয় দফা ভোট পর্ব । কিন্তু ভোটের আগের দিন থেকেই বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে রাজনৈতিক হিংসার ঘটনা । পূর্বে শেষ হওয়া দুই দফা ভোটেও হিংসাত্মক ঘটনা রুখতে পারেনি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । তৃতীয় দফা ভোটেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে । এবার নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের একাংশের বিরুদ্ধে উঠে আসছে প্রশ্ন !

রাজ্যে বিধানসভা নির্বাচনের তৃতীয় দফা ভোটে সকাল থেকেই উঠে আসছে একের পর এক অভিযোগ । কোথাও প্রার্থীকে চ্যালাকাঠ দিয়ে মারা হচ্ছে, কোথাও ভোট দিতে বাঁধা দেওয়া আবার কোথাওবা দুই দলের সংঘর্ষ ! অবাক করার বিষয় হলেও সত্যি অধিকাংশ স্থানে পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌছাতে বেশ কিছুটা সময় নিচ্ছে । ফলে ভোটের দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর বাড়তি তত্‍পরতার অভাব স্পষ্ট দেখা দিচ্ছে ।

আজ সকালে উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের একটি বুথের সামনে দুষ্কৃতীরা কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানকে হুমকি দিয়েছে বলে জানা গেছে । সুত্রের খবর, সেই সময় তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল । এই ঘটনায় উঠে আসছে একটা বড় প্রশ্ন ! নির্বাচন কমিশন থেকে এবারের ভোটে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিজের নিরাপত্তার জন্য গুলি চালানোর অনুমতি দিয়েছে । সেক্ষেত্রে, কেন্দ্রীয় জওয়ান কেন কোন স্টেপ নেয়নি ? না কি কোন প্রয়োজনীয় নির্দেশ তাদের কাছে দেওয়া হয়নি ?

এদিকে সকাল থেকেই প্রতিটি জেলার বিভিন্ন কেন্দ্র থেকে একের পর এক অভিযোগ আসতে শুরু করেছে । দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পূর্ব, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, উলুবেড়িয়া, গোঘাট, ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাসুলডাঙা থেকেই অশান্তির খবর পাওয়া গেছে । আগে থেকে কেন কেন্দ্রীয় বাহিনী অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেয় নি, কিম্বা  কেন্দ্রীয় বাহিনী ‘এলাকা ডমিনেশন’ করছে না কেন? কেন বাহিনী পূর্ণ ক্ষমতা ব্যবহার করছে না ? এই ধরনের প্রশ্ন উঠে আসতে শুরু করেছে ।