দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ বারবার সময়সীমা বাড়িয়েও এখনও দেশের সব মানুষের প্যান-আধার সংযুক্তি করানো যায়নি। চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত সেই সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল । বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনা করে আবার সংযুক্তিকরনের সময় বাড়ানো হল । ৩০ শে জুনের পরিবর্তে আরও তিন মাস বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ।
প্যানের নম্বরের সাথে আধার নম্বর যুক্ত করার জন্য এই পর্যন্ত কেন্দ্রীয় সরকার এই নিয়ে চার বার সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করেছে । প্রথমে গত বছর ৩১ মার্চ প্যান-আধার সংযুক্তিকরণের শেষ দিন ঘোষণা করা হয়েছিল । তারপর করোনা পরিস্থিতি বিচার করে গত বছর সেটি ৩০ জুন করা হয় । এরপর আরও দুই পর্যায়ে বাড়িয়ে ৩১ শে মার্চ ২০২১, এবং ৩০ জুন ২০২১ পর্যন্ত করা হয় । এবার সেই সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হল ।
জানা গেছে, চলতি মাসের ৮ তারিখ প্যান এবং আধার নম্বর সংযুক্ত করার জন্য কেন্দ্রীয় সরকার নতুন পোর্টাল চালু করেছে। আগের তুলনায় প্যান কার্ড ও আধার সংযুক্তির প্রক্রিয়া যথেষ্ট সহজ করার জন্য এই ব্যবস্থা । কিভাবে নতুন ব্যবস্থায় এই দুই নম্বর সংযুক্ত করবেন ?
প্রথমে, কেন্দ্রীয় সরকারের নতুন পোর্টাল https://www.incometax.gov.in/iec/foportal/-এ ঢুকে সেখানে আধার লিঙ্ক অপশনে ক্লিক করতে হবে । এরপর সেখানে প্যান, আধার নম্বর, নাম ও মোবাইল ফোন নম্বরের মতো প্রয়োজনীয় বিস্তারিত পূরণ করতে হবে। সব পূরণ করার পর লিঙ্ক আধারে ক্লিক করতে হবে। যে মোবাইল নম্বর দেওয়া হবে, সেখানে ছয় অঙ্কের একটি OTP আসবে । সেটি বসিয়ে সংযুক্তির প্রক্রিয়া করতে হবে ।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…