দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ গত কয়েকদিনে শহরের তাপমাত্রা হু হু করে বেড়েছে । সাথে পাল্লা দিয়ে ঘামে ভেজা অস্বস্তি আছে । এই অবস্থায় লকডাউনের মধ্যেই কিছুটা স্বস্তি নিয়ে এল আলিপুর আবহাওয়া দপ্তরের খবর । চলতি সপ্তাহের শেষে দক্ষিনবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভবনা । উত্তরবঙ্গের কিছু জেলাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাষ ।
গত ৫ দিন ধরে কলকাতার তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রী বেড়েছে । আগামী দুই দিনও তীব্র দহনে জ্বালা ধরিয়ে দেবে । আলিপুর হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, আগামী দুই দিনে আরও দুই ডিগ্রী তাপমাত্রা বাড়তে পারে দক্ষিন বঙ্গে । সাথে আদ্রতার কারনে থাকবে প্যাচপ্যাচে গরম । তবে ৪৮ ঘণ্টা পরে কলকাতা সহ গোটা দক্ষিন বঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা থাকছে ।
হাওয়া অফিস সূত্রে জানা গেছে, এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে । এই ঘূর্ণাবর্তের জেরেই এই বৃষ্টির সম্ভবনা। দক্ষিন বঙ্গে আজ কোন বৃষ্টির সম্ভবনা না থাকলেও উত্তর বঙ্গে বৃষ্টি হবে । দার্জিলিং, জলপাইগুড়িতে, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহে বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । তবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত যদি আরও শক্তিশালী হয়, তাহলে এই মাসের শেষের দিকে প্রবল ঝড়, বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এমনকি আম্ফানের মত সুপার সাইক্লোনের সম্ভবনাও তৈরি হতে পারে ।
চলতি বছর কবে বর্ষার আগমন ঘটবে এই বঙ্গে এখনও নিশ্চিতভাবে জানা যায়নি । তবে আবহাওয়াবিদরা মনে করছেন, এবার একটু আগেই চলে আসবে বর্ষাকাল । কেরলে মে মাসের শেষের দিকে বৃষ্টি প্রবেশ করবে । পরের মাসের প্রথম সপ্তাহে বাংলায় ঢুকতে পারে বর্ষা । সোমবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.২ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…