খুশির খবর দিল আবহাওয়া দপ্তরঃ রাজ্যে আসছে বৃষ্টি
খুশির খবর দিল আবহাওয়া দপ্তরঃ রাজ্যে আসছে বৃষ্টি

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ গত কয়েকদিনে শহরের তাপমাত্রা হু হু করে বেড়েছে । সাথে পাল্লা দিয়ে ঘামে ভেজা অস্বস্তি আছে । এই অবস্থায় লকডাউনের মধ্যেই কিছুটা স্বস্তি নিয়ে এল আলিপুর আবহাওয়া দপ্তরের খবর । চলতি সপ্তাহের শেষে দক্ষিনবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভবনা । উত্তরবঙ্গের কিছু জেলাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাষ ।

গত ৫ দিন ধরে কলকাতার তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রী বেড়েছে । আগামী দুই দিনও তীব্র দহনে জ্বালা ধরিয়ে দেবে । আলিপুর হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, আগামী দুই দিনে আরও দুই ডিগ্রী তাপমাত্রা বাড়তে পারে দক্ষিন বঙ্গে । সাথে আদ্রতার কারনে থাকবে প্যাচপ্যাচে গরম । তবে ৪৮ ঘণ্টা পরে কলকাতা সহ গোটা দক্ষিন বঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা থাকছে ।

হাওয়া অফিস সূত্রে জানা গেছে, এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে । এই ঘূর্ণাবর্তের জেরেই এই বৃষ্টির সম্ভবনা। দক্ষিন বঙ্গে আজ কোন বৃষ্টির সম্ভবনা না থাকলেও উত্তর বঙ্গে বৃষ্টি হবে । দার্জিলিং, জলপাইগুড়িতে, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহে বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । তবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত যদি আরও শক্তিশালী হয়, তাহলে এই মাসের শেষের দিকে প্রবল ঝড়, বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এমনকি আম্ফানের মত সুপার সাইক্লোনের সম্ভবনাও তৈরি হতে পারে ।

চলতি বছর কবে বর্ষার আগমন ঘটবে এই বঙ্গে এখনও নিশ্চিতভাবে জানা যায়নি । তবে আবহাওয়াবিদরা মনে করছেন, এবার একটু আগেই চলে আসবে বর্ষাকাল । কেরলে মে মাসের শেষের দিকে বৃষ্টি প্রবেশ করবে । পরের মাসের প্রথম সপ্তাহে বাংলায় ঢুকতে পারে বর্ষা । সোমবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.২ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি।