অক্সিজেন সমস্যার সমাধানে এগিয়ে এল ভারতীয় বায়ু সেনা
অক্সিজেন সমস্যার সমাধানে এগিয়ে এল ভারতীয় বায়ু সেনা

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাসপাতালের বেডে অক্সিজেনের অভাবে অসহ্য যন্ত্রণা দেখে কান্নায় ভেঙ্গে পড়ছেন পরিজনরা । চিকিৎসকরাও চোখের জল আটকে অসহায়ভাবে জানাচ্ছেন, হাসপাতালে অক্সিজেনের মজুত শেষের দিকে । বৃহস্পতিবার এই মর্মান্তিক দৃশ্য দেখে এবার এগিয়ে এলেন ভারতীয় বায়ু সেনা । এবার সারা দেশে দ্রুততার সাথে অক্সিজেন পৌঁছানোর দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিলেন ভারতীয় বায়ু সেনা ।

ভারতের করোনা পরিস্থিতি দেখে আতংকিত হয়ে পড়ছে সারা বিশ্ব । দৈনিক করোনা সংক্রমণ চার লাখের দোরগোড়ায় । এই দিকে করোনা চিকিৎসায় লাগছে প্রচুর পপরিমাণে অক্সিজেন । বৃহস্পতিবার দেশের অক্সিজেনের সমস্যা নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । জানা গেছে, এই মুহূর্তে দেশে দৈনিক ৩৫০০ মেগাটন অক্সিজেনের চাহিদা রয়েছে । এর উপরে আরও বড় সমস্যা, ক্সিজেন ফিলিং স্টেশনগুলি থেকে সেই অক্সিজেন দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া । এবার সেই কাজের গুরু দায়িত্ব কাঁধে তুলে নিল ভারতীয় বায়ু সেনা ।

আজ থেকেই সারা দেশে প্রাণদায়ী অক্সিজেন পৌঁছে দেবার কাজে নেমে পড়েছে বিমানবাহিনীর দক্ষ পাইলটরা । শুক্রবার সকাল থেকেই  বায়ুসেনার, সি-১৭ (C-17) এবং আইএল-৭৬ (IL-76)  সামরিক মালবাহী বিমানগুলিকে দেখা গেল ফিলিং স্টেশন থেকে সরাসরি বিভিন্ন শহরে অক্সিজেন ট্যাঙ্কারগুলিকে উড়িয়ে নিয়ে যেতে। একই সাথে বিভিন্ন শহর থেকে ফেরার পথে ফাঁকা ট্যাঙ্কারগুলিও তারা পৌঁছে দেবে ফিলিং স্টেশনগুলিতে।

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হবার পরেই দরকার হচ্ছে অক্সিজেনের । দৈনিক করোনা সংক্রমণ এতটাই বৃদ্ধি পেয়েছে, তাতে প্রচুর পরিমাণে অক্সিজেনের চাহিদা তৈরি হয়েছে । এয়ারফোর্স কাজে নেমে পড়ায় এখন অতি দ্রুত বিভিন্ন শহরে অক্সিজেন পৌঁছে দেওয়া যাবে । কেন্দ্রীয় সরকার আশা করছে এবার থেকে আচমকা যে অক্সিজেনের সংকট সৃষ্টি হয়েছিল, তার সুরাহা হবে।