দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ রাজ্যে বিধানসভা নির্বাচনে ২রা এপ্রিল দ্বিতীয় দফার ভোট । দ্বিতীয় দফার ভোটে সব থেকে আলোচিত কেন্দ্র নন্দীগ্রাম । সব থেকে হাইভোল্টেজ প্রার্থী মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সদ্য গেরুয়া শিবিরে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী । এছাড়াও নন্দীগ্রামে থাকছেন আরও ৬ জন প্রার্থী । আসুন দেখে নেওয়া যাক তাদের পরিচয় এবং ধন-সম্পত্তির পরিমাণ ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশের বিধানসভা নির্বাচনের আগেই জানিয়েছিলেন “বাংলার যে কোন জায়গা থেকে দাঁড়ালেও জিতে যাব’ । অন্যদিকে একদা মমতার ছায়া সঙ্গী এবং বিশস্ত সৈনিক শুভেন্দু অধিকারী বিজেপির প্রার্থী হয়ে জানিয়েছেন, ‘বেগম’কে অন্তত ৫০ হাজার ভোটে হারাবেন ! ফলে যত দিন এগিয়ে আসছে রাজ্যের মানুষের নন্দীগ্রাম নিয়ে আগ্রহ তত বাড়ছে । এদিকে তৃণমূল, বিজেপি ছাড়াও মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় প্রচারে ছাপ ফেলছেন । এই তিন জন ছাড়াও নির্দল প্রার্থী হিসেবে লড়ছেন দীপক কুমার গায়েন (৪৪), এস কে সাদ্দাম হোসেন (২৮), সুব্রত বোস (৬২) এবং স্বরূপ পারুয়া (৩৩)। এছাড়া সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট) দলের তরফ থেকে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন মনোজ কুমার দাস (৪৯)। এক নজরে দেখে নেওয়া যাক এদের পরিচয়, শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক অভিযোগের ইতিহাস, সম্পত্তি ইত্যাদি ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি দেখানো হয়েছে ১৬ লাখের বেশি । শুভেন্দু অধিকারীর ১ কোটির উপর । মীনাক্ষী মুখোপাধ্যায়ের ১ লাখ ৩২ হাজার । সাদ্দাম হোসেন ছাড়া বাকি সবাই লাখপতি । সবচেয়ে দরিদ্র প্রার্থী এস কে সাদ্দাম হোসেন । তার স্থাবর-অস্থাবর সম্পত্তি ৪৭ হাজার টাকা । ক্রিমিনাল কেসের হিসাবে নাক্ষী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে দুটি, শুভেন্দু অধিকারী ও সাদ্দাম হোসেনের বিরুদ্ধে রয়েছে একটি করে ক্রিমিনাল মামলা।
সুত্রঃ পশ্চিমবঙ্গ ইলেকশন ওয়াচ এবং অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস সংস্থা
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…