খেলা শুরু হয়েছে ! মমতার খেলার আহ্বানে পাল্টা চাল নরেন্দ্র মোদীর
খেলা শুরু হয়েছে ! মমতার খেলার আহ্বানে পাল্টা চাল নরেন্দ্র মোদীর

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ এবারের রাজ্য বিধানসভা নির্বাচনে প্রায় সকলের মুখে যে শব্দ বেশি উচ্চারিত হচ্ছে সেটি ‘খেলা হবে’ । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘খেলা হবে’র ডাকে আজ বিগ্রেড সমাবেশে নরেন্দ্র মোদী পাল্টা চাল দিয়ে বাজিমাত করতে চাইলেন । নিজের বক্তব্যের মাঝেই প্রধানমন্ত্রী নিয়ে এলেন ‘খেলা হবে’র প্রসঙ্গ । স্পষ্ট জানিয়ে দিলেন ”তৃণমূলের খেলা শেষ হবে এ বার!”

রবিবার সকাল থেকেই প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর বিগ্রেড সমাবেশে বিভিন্ন জেলা থেকে মানুষ যোগদান দিতে থাকে । নরেন্দ্র মোদী সমাবেশে পৌঁছানোর আগেই উল্লেখযোগ্য ঘটনা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তীর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে পতাকা তুলে নেওয়া । এরপর নরেন্দ্র মোদী এসে তাঁর নিজস্ব বাচন ভঙ্গিমায় বক্তৃতা শুরু করেন । স্বভাবতই তাঁর কথায় উঠে এল ‘দিদি’র প্রসঙ্গ এবং তৃণমূলের স্লোগান  ‘খেলা হবে’ প্রসঙ্গ। সেখানে কটাক্ষ করে মোদী বললেন, ”তৃণমূলের খেলা শেষ! খেলা খতম! এবার উন্নয়ন শুরু।” 

মুলত ‘খেলা হবে’ এই স্লোগানটি সাধারন মানুষ থেকে শুরু করে যেভাবে নেতা-মন্ত্রীরা ব্যবহার করছেন, তাতে ২০২১ বিধানসভা নির্বাচনে এটি ‘ট্যাগলাইন’ হতে চলেছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও এই ‘খেলা হবে’ স্লোগান প্রসঙ্গ উঠে এসেছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে মোদী বলেন, ”আমি জানি এরা বড় খেলোয়াড়। খুব অভিজ্ঞ। খুব খেলেছে। খেলে খেলে বাংলার গরিবদের লুটেছে। কিচ্ছু ছাড়েনি। আমপানের টাকা লুঠ করেছে। তোলাবাজি, সিন্ডিকেট অনেক কিছু খেলা খেলেছে।”

এদিকে আজ বিগ্রেডে নরেন্দ্র মোদীর মহাসমাবেশের পাশাপাশি শিলিগুড়িতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাসমাবেশ ছিল । এদিকে নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রীকে বরাবরের মত ‘দিদি’ সম্বোধন করে একের পর এক খোঁচা দিয়েছেন, অন্যদিকে শিলিগুড়িতেও মমতার মুখে সেই খোঁচার জবাব শোনা গেছে । এমনিতেই মোদীকে নিয়ে প্রসঙ্গ উঠলেই মমতা বন্দ্যোপাধ্যায় ‘দৈত্যপরায়ণ’, ‘রাবণ’, ‘দানব’, ‘হোঁদল কুতকুত’, ‘কিম্ভূতকিমাকার’-সহ নানা বিশেষণে ভূষিত করেন ।