দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ গোটা বিশ্বে করোনা মহামারী ছেয়ে গেছে । উন্নত দেশগুলি এই অতিমারির মোকাবিলা করতে পারলেও এখনও অনেক দরিদ্র দেশ আছে, যাদের টিকাকরন প্রক্রিয়া চালানো বেশ কঠিন । এবার দরিদ্র দেশগুলিতে করোনার রাশ টানতে ১০০ কোটি বা এক বিলিয়ন ভ্যাক্সিন দেওয়া হবে ! এমনটাই দাবী করা হয়েছে ব্রিটেনের পক্ষ থেকে ।
বিশ্বে করোনার রাশ টানতে এই মুহূর্তে সবচেয়ে বেশী গুরুত্ব দেওয়া হচ্ছে টিকা করনের উপর । এবার এই বিষয়ে আশার আলো দেখাল ব্রিটেন । বৃহস্পতিবার, ব্রিটেন ঘোষণা করেছে, এবার জি- ৭ এ অংশগ্রহণকারী রাষ্ট্রনেতারা ভ্যাক্সিন উৎপাদন বাড়াতে এবং সারা বিশ্বে সেগুলি সরবরাহ করতে অবশ্যই রাজী হবে । এছাড়া অতিমারি করোনা মোকাবিলায় বিশ্বের দরিদ্র দেশগুলিকে সব ধরনের আর্থিক সাহায্যের পাশাপাশি কমপক্ষে ১০০ কোটি বা এক বিলিয়ন ভ্যাক্সিন সরবরাহ করা হবে ।
চলতি বছর ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিম প্রান্তের জনপ্রিয় পর্যটন-শহর কর্নওয়ালে জি-৭ এর আয়োজন করা হয়েছে । তাৎপর্যপূর্ণভাবে বিশ্বের শীর্ষনেতাদের নিয়ে এই সম্মেলন শুরুর আগেই বিশ্ববাসীকে টিকা নিয়ে বার্তা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বললেন, আগামী বছরের মধ্যে কমপক্ষে ১০০ মিলিয়ন উদ্বৃত্ত টিকা দান করা হবে, আসন্ন সপ্তাহের শুরুতে পাঁচ মিলিয়ন টিকা দান করা হবে। তবে এখানে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে । পূর্বে, ব্রিটেনের পক্ষ থেকে ৪০০ মিলিয়ন উদবৃত্ত ভ্যাক্সিন দেবার অঙ্গীকার করা হয়েছিল । কিন্তু পরবর্তীকালে সেই প্রতিশ্রুতি রক্ষা করতে দেখা যায়নি ।
বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘টিকার সমতা ফিরিয়ে আনতে এই সিদ্ধান্ত।’ অন্যদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন । মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন , ৫০ কোটি ফাইজারের কোভিড টিকার ডোজ কিনে বিশ্বের ৯২টি আর্থিক ভাবে দুর্বল দেশকে দান করবে আমেরিকা। বিশেষ করে, এশিয়া ও আফ্রিকার তৃতীয় বিশ্বের দেশগুলিতে আগামী বছর এই কোভ্যাক্স কর্মসূচিতে এই পদক্ষেপ করবে মার্কিন যুক্তরাষ্ট্র।