নন্দীগ্রামের প্রতিটি বুথকেই স্পর্শকাতর ঘোষণা করল নির্বাচন কমিশন
নন্দীগ্রামের প্রতিটি বুথকেই স্পর্শকাতর ঘোষণা করল নির্বাচন কমিশন

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ একদিকে ‘বাংলার মেয়ে’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে ‘ঘরের ছেলে’ নন্দীগ্রামের ‘ভুমিপুত্র’ শুভেন্দু অধিকারী । দুই হেভিওয়েট প্রার্থীর সাথে রয়েছে আরও ৬ জন প্রার্থী । সব মিলিয়ে ২রা মার্চের বিধানসভা নির্বাচন ঘিরে নন্দীগ্রাম ফুটন্ত তেলের কড়াই-এর মত ! এই অবস্থায় যে কোন পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছে নির্বাচন কমিশন । ঠিক এই কারনেই নন্দীগ্রাম আসনের সব কয়টি বুথকেই স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করল প্রশাসন ।

২ তারিখেই ভাগ্য নির্ধারণ হতে চলেছে মমতা-শুভেন্দুর । এখানে প্রতিমুহূর্তে হিংসাত্মক ঘটনা ঘটে যাবার আশঙ্কা করা হচ্ছে । এমন কোন দিন নেই, যেদিন আক্রান্ত হচ্ছেন না প্রার্থীরা । একদিকে তৃণমূল সুপ্রিমো মমতা দাবী করেছেন, তার পায়ের অবস্থার জন্য শুভেন্দু অধিকারী দায়ী! অন্যদিকে প্রচারে বেরিয়ে নন্দীগ্রামের ‘ভুমিপুত্র’কেও পড়তে হচ্ছে বিক্ষোভের মুখে !

শুধু এই দুইজন নন, বারবার আক্রান্ত হয়েছেন সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী মীনাক্ষী‌ মুখার্জি । বিমান বসু নন্দীগ্রামে প্রচারে বেরিয়ে ভুতার মোড়ে আক্রান্ত হয়েছেন । ভোটের দিন তাই যত এগিয়ে আসছে ততই চোখের ঘুম উড়ে যাচ্ছে নির্বাচন কমিশনের । সফলভাবে ভোটদান পর্ব করার জন্য নন্দীগ্রামের প্রতিটি বুথকেই তাই স্পর্শকাতর তকমা দিয়ে আরও বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হল ।

উল্লেখ্য নন্দীগ্রাম বিধানসভা আসনে ভোট গ্রহণ করা হবে ৩৫৫ টি বুথ থেকে । ভোটের দিন হিংসাত্মক ঘটনা ঠেকাতে প্রতিটি বুথে ৮ জন করে জওয়ান মোতায়েন থাকবে । এদিকে প্রথম দফার ভোটের পরেই নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে আত্মরক্ষার জন্য গুলি চালানোর ক্ষমতা দিয়েছে । এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে । মমতা নিরাপত্তারক্ষীদের নিয়েই যেকোন বুথে যেতে পারবেন । তবে সেই সুবিধা শুভেন্দু অধিকারী কিম্বা অন্যান্য প্রার্থীদের থাকবে না ।