একটি অ্যাপ বন্ধ করার মাসুল প্রায় ৯০০ কোটি টাকা ! গুগুলকে করা হল জরিমানা
একটি অ্যাপ বন্ধ করার মাসুল প্রায় ৯০০ কোটি টাকা ! গুগুলকে করা হল জরিমানা

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ একটি অ্যাপ বন্ধ করার জন্য ১০২ মিলিয়ন ইউরো বা ভারতীয় মুদ্রায় ৯০০ কোটি টাকার মাসুল গোনার পথে গুগল ।জানা গেছে, এই বিপুল পরিমাণে অর্থ জরিমানা করেছে, তালির এন্টি-ট্রাস্ট অথরিটি । এই অ্যাপের মাধ্যমে সেই দেশের গাড়ি চালকরা কাছাকাছি চার্জিং স্টেশনের সন্ধান করতে পারেন । গুগুলের তরফে এখনও এই জরিমানার বিষয়ে কোন প্রতিক্রিয়া জানানো হয়নি ।

দেশের মধ্যে গুগলের নিয়ন্ত্রণাধীন একটি অ্যাপ বন্ধ করায় ইতালির এন্টি-ট্রাস্ট অথরিটি ১০২ মিলিয়ন ইউরো জরিমানা করেছে। ভারতীয় টাকায় যার পপরিমাণ ৯০৬ কোটি টাকা । একটি বিবৃতি দিয়ে ইতালির এন্টি-ট্রাস্ট অথরিটি জানিয়েছে, বৈদ্যুতিক গাড়ি ব্যবহারকারীদের জন তৈরি এনেল এক্সের জুসপাস অ্যাপ গুগল তাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং গুগল প্লে স্টোরে ব্লক করেছে। এর ফলে এই অ্যাপ ব্যবহার করে গাড়ির মালিক এবং চালকরা নিজেদের লোকেশনের কাছাকাছি চার্জিং স্টেশন খুঁজে নিতে ব্যর্থ হয়েছেন । ফলে আগামী দিনে ব্যবহারকারীদের একটি ভিত্তি তৈরি করতে এনেল এক্স ব্যর্থ হতে পারে।

ইতালির নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ‘গুগলের এই প্রতিদ্বন্দ্বিতামূলক আচরণ ইলেকট্রিক যানবাহনের প্রসারণে নেতিবাচক প্রভাব তৈরির পাশাপাশি এর বিকাশকে গুরুতরভাবে প্রভাবিত করতে পারে।’ তবে গুগলকে এই বিশাল অঙ্কের জরিমানা করার পরে যত তাড়াতাড়ি সম্ভব ইউরোপীয় ইউনিয়নের আইন মেনে অ্যাপটি উন্মুক্ত করতে নির্দেশ দিয়েছে ইতালি সরকার। কেন এই অ্যাপ ব্লক করা হয়েছে এবং জরিমানার বিষয়ে গুগলের তরফ থেকে কোন প্রতিক্রিয়া দেওয়া হয়নি ।