দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ একদিকে করোনা অন্য দিকে নির্বাচন কমিশনের প্রহসন ! এটাই এখন এই রাজ্যের দস্তুর । এক একটা রাজনৈতিক দল করোনা বিধির তোয়াক্কা না করে নির্বাচনী প্রচারকেই গুরুত্ব দিচ্ছে বেশী । এবার নির্বাচনী বিধি অমান্য করার অভিযোগ এনে শুভেন্দু অধিকারীকে শোকজ নোটিশ পাঠানো হল কমিশনের তরফ থেকে ।
রাজ্যে এখনও দুই দফা নির্বাচন বাকি । কিন্তু করোনা পরিস্থিতি বিচার করে প্রচারের উপর বেড়ি লাগিয়েছে কমিশন । কিন্তু গতকাল শনিবার মুর্শিদাবাদ জেলার কান্দি কেন্দ্রে শুভেন্দু অধিকারীকে নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করতে দেখা গেল। প্রথমত সেখানে ৫০০ র বেশী জনসমাগম হয়েছিল । দ্বিতীয়ত সামাজিক দূরত্ববিধির কোন বালাই ছিল না সেখানে । এরপরেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কমিশনের কাছে নালিশ যায় । শনিবার সন্ধ্যায় অভিযোগ খতিয়ে দেখে শুভেন্দুকে নোটিশ ধরিয়ে দিল কমিশন ।
গতকাল প্রচারের শেষ দিনে কান্দি কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌতম রায় হ্যালিফক্স মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করেছিল । সেখানে আমন্ত্রিত ছিলেন শুভেন্দু অধিকারী । তৃণমূল কংগ্রেস থেকে অভিযোগ সেই জনসভায় নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া ৫০০ জনের গণ্ডি পার করেছে বিজেপি । এছাড়া করোনা বিধি মানা হয়নি । এরপরেই তারা দাবী করে, বিধানসভা নির্বাচনে শুভেন্দুর সমস্ত সভা বাতিল করা হোক ।
তবে আপাতত রাজ্য বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর শোকজ নোটিশ নিয়ে এখনও কোন বিবৃতি বা প্রতিক্রিয়া জানানো হয়নি । এদিকে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধেও ৫০০ র গণ্ডি পার করার অভিযোগ উঠেছে । তবে নির্বাচন কমিশন থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি ।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…