দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ রাজ্যে শুরু হয়েছে বিধানসভা নির্বাচন । প্রথম দফা ভোটেই হিংসাত্মক ঘটনা ঘটতে দেখা গেছে । এবার থেকে কোন প্রকার হিংসাত্মক ঘটনা বা যে কোন পরিস্থিতি সামাল দিতে দরকার পড়লে গুলি চালাতে পারবে কেন্দ্রীয় বাহিনী । বিধানসভা ভোটের মধ্যেই এমন নজিরবিহীন নির্দেশ দেওয়া হল নির্বাচন কমিশনের পক্ষ থেকে ।
রাজ্য বিধানসভা নির্বাচন ২০২১শে অভুতপূর্ব ক্ষমতা দেওয়া হল কেন্দ্রীয় বাহিনীকে । ভোটের সময় নিরাপত্তার কাজে যুক্ত এই আধা সামরিক তথা কেন্দ্রীয় বাহিনী যদি বিপদের সম্মুখীন হন কিম্বা কোন হিংসাত্মক ঘটনা সামাল দেবার সময় প্রয়োজন বুঝে গুলি চালাতে পারবেন । উল্লেখ্য, রাজ্যে প্রথম দফায় যে ৩০ টি বিধানসভা আসনের ভোট হয়ে গেছে, সেই সময় এই নির্দেশ বা ক্ষমতা কেন্দ্রীয় বাহিনীকে দেওয়া হয়নি ।
নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক দ্বিতীয় দফার ভোট থেকেই এই ক্ষমতা ব্যবহার করতে পারবেন সেনা জওয়ানরা । অনেক ক্ষেত্রেই দেখা যায় নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানরা আক্রান্ত হন । কিন্তু গুলি চালানোর নির্দেশ থাকায় সেই সমস্যা আর থাকবে না । তবে এই কথা স্বীকার করে নেওয়া যায়, এর আগে নির্বাচন কমিশনের কাছ থেকে এই ধরনের নির্দেশ পাওয়া যায়নি ।
আচমকা কেন নির্বাচন কমিশন এই নির্দেশ দিল ! রাজ্যে প্রথম দফার নির্বাচন সবে শেষ হয়েছে । কিন্তু বেশ কিছু ঘটনা ঘটেছে, সেখানে সেনা জওয়ানদের প্রান সংশয় দেখা দিয়েছে । উল্লেখ্য, প্রথম দফার ভোটে পশ্চিম মেদিনীপুরের পটাশপুরে আক্রমণের মুখে পড়তে হয়েছিল। যা নিয়ে ব্যাপক ক্ষুব্ধ কমিশন। জানা গিয়েছে তারপরেই এ হেন নির্দেশ দিয়েছে কমিশন।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…