দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ রাজ্যে শুরু হয়েছে বিধানসভা নির্বাচন । প্রথম দফা ভোটেই হিংসাত্মক ঘটনা ঘটতে দেখা গেছে । এবার থেকে কোন প্রকার হিংসাত্মক ঘটনা বা যে কোন পরিস্থিতি সামাল দিতে দরকার পড়লে গুলি চালাতে পারবে কেন্দ্রীয় বাহিনী । বিধানসভা ভোটের মধ্যেই এমন নজিরবিহীন নির্দেশ দেওয়া হল নির্বাচন কমিশনের পক্ষ থেকে ।
রাজ্য বিধানসভা নির্বাচন ২০২১শে অভুতপূর্ব ক্ষমতা দেওয়া হল কেন্দ্রীয় বাহিনীকে । ভোটের সময় নিরাপত্তার কাজে যুক্ত এই আধা সামরিক তথা কেন্দ্রীয় বাহিনী যদি বিপদের সম্মুখীন হন কিম্বা কোন হিংসাত্মক ঘটনা সামাল দেবার সময় প্রয়োজন বুঝে গুলি চালাতে পারবেন । উল্লেখ্য, রাজ্যে প্রথম দফায় যে ৩০ টি বিধানসভা আসনের ভোট হয়ে গেছে, সেই সময় এই নির্দেশ বা ক্ষমতা কেন্দ্রীয় বাহিনীকে দেওয়া হয়নি ।
নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক দ্বিতীয় দফার ভোট থেকেই এই ক্ষমতা ব্যবহার করতে পারবেন সেনা জওয়ানরা । অনেক ক্ষেত্রেই দেখা যায় নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানরা আক্রান্ত হন । কিন্তু গুলি চালানোর নির্দেশ থাকায় সেই সমস্যা আর থাকবে না । তবে এই কথা স্বীকার করে নেওয়া যায়, এর আগে নির্বাচন কমিশনের কাছ থেকে এই ধরনের নির্দেশ পাওয়া যায়নি ।
আচমকা কেন নির্বাচন কমিশন এই নির্দেশ দিল ! রাজ্যে প্রথম দফার নির্বাচন সবে শেষ হয়েছে । কিন্তু বেশ কিছু ঘটনা ঘটেছে, সেখানে সেনা জওয়ানদের প্রান সংশয় দেখা দিয়েছে । উল্লেখ্য, প্রথম দফার ভোটে পশ্চিম মেদিনীপুরের পটাশপুরে আক্রমণের মুখে পড়তে হয়েছিল। যা নিয়ে ব্যাপক ক্ষুব্ধ কমিশন। জানা গিয়েছে তারপরেই এ হেন নির্দেশ দিয়েছে কমিশন।