দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের নতুন করে লকডাউনের অভিশাপে দেশে অন্ধকার নেমে আসবে কিনা এই শঙ্কায় ভুগছে সাধারন মানুষ । দিনের পর দিন দেশের করোনা গ্রাফ আরও বেশি করে উপরের দিকে চড়ছে । সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রের ওসমানাবাদে । সেখানে সারি দেওয়া মৃতদেহের জ্বলন্ত চিতা দেশে শিউরে উঠেছে গোটা দেশ ।
গত কয়েকদিন ধরে দেশে দৈনিক করোনা সংক্রমণ দুই লাখের বেশি । এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে । এর পরেই রয়েছে উত্তরপ্রদেশ এবং দিল্লী । কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী মহারাষ্ট্র, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং কেরালার মোট করোনা আক্রান্তের সংখ্যা গোটা দেশের ৬৫ শতাংশের বেশি । এর মধ্যেই মহারাষ্ট্রে ওসমানাবাদ জেলায় সারি সারি মৃত দেহ জ্বালিয়ে দেওয়ার ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে ।
সংবাদমাধ্যমে দেখা গেছে, ওসমানাবাদ জেলায় একসাথে ২৩ টি লাশের চিতা জ্বলছে । তারা সকলেই করোনায় প্রান হারিয়েছে । সেখানে চিতা জ্বালানোর মোট জায়গার সংকুলান হয়নি । এর আগে একই জেলায় ১৪ এপ্রিল একসাথে ১৯ টি মৃত দেহকে পুড়িয়ে দেওয়া হয় । শ্মশানে এত মৃত দেহ আসছে যে সেই দেহ দাহ করার জায়গা হচ্ছে না । বাধ্য হয়েই দেহগুলিকে মাটিতে শুইয়ে রাখা হচ্ছে ।
এদিকে কুম্ভমেলা থেকে ফেরত আসার পর ১৪ দিনের কোয়ারেনটাইনে থাকা বাধ্যতামূলক ঘোষণা করেছে দিল্লী, মধ্যপ্রদেশ, গুজরাট, উত্তরপ্রদেশ সরকার । দিল্লীতে কৃষক আন্দোলন করোনা পরিস্থিতিতেও চালিয়ে যাচ্ছে । অন্যান্য রাজ্যের তুলনায় বাংলার নির্বাচন ঘিরে যেভাবে প্রচার, মিটিং, মিছিল, জনসভা হচ্ছে তাতে আগামী দিনে ভয়ানক পরিস্থিতির আশঙ্কা করছেন চিকিৎসক মহল । করোনা সংক্রমণের থেকেও রাজনীতিকে বেশি প্রাধান্য দেওয়া অনেকেই মেনে নিতে পারছে না ।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…