দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে তৃণমূল রাজ্যসভার সদস্য শান্তনু সেনকে । এবার এই ঘটনা ঘিরে তৃণমূল এবং বিজেপির মধ্যে চাপানউতোর শুরু হয়েছে ব্যাপকভাবে । তৃনমূলের পক্ষ থেকে দাবী করা হয়েছে বিজেপির পক্ষপাতিত্বের কারনে শান্তনু সেনকে বাদল অধিবেশনের বাইরে থাকতে হচ্ছে । অন্যদিকে বিজেপির অভিযোগ, বাংলার কালচার সংসদে আমদানি করছে তৃণমূল কংগ্রেস ।
রাজ্যসভার সদস্য শান্তনু সেনকে সাসপেন্ড করার পর প্রথম মুখ খুলেছেন তৃনমূলের মুখপাত্র কুনাল ঘোষ । তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে টুইট করেন । সেখানে তিনি জানিয়েছেন, ‘পেগাসাস কেলেঙ্কারির প্রতিবাদ করে রাজ্যসভায় অপমানিত, লাঞ্ছিত সাসপেনডেড শান্তনু সেন। আর অন্যের কল লিস্টের রেকর্ডিং তাঁর কাছে আছে বলে প্রকাশ্যে স্বীকার করেও বিরোধী দলনেতাকে গ্রেফতার করা হয়নি কেন? শান্তনুকে সাসপেন্ড করে প্রতিবাদের কণ্ঠরোধ করা যাবে না।’
এরপরেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসের আর এক নেতা এবং রাজ্যসভার সদস্য ডেরেক ও ব্রায়ান। শান্তনু সেন নিয়ে তিনিও সরব হয়েছেন । তিনি জানিয়েছেন, “বৃহস্পতিবার শান্তনুর কাগজ ছেঁড়ার ঘটনার পর কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিম পুরী শান্তনুর দিকে তেড়ে গিয়েছিলেন। অসংসদীয় বাক্য প্রয়োগ করেছিলেন। তাহলে যদি শান্তনুকে সাসপেন্ড করা হয়, তাহলে কেন কেন্দ্রীয় মন্ত্রীকে সাসপেন্ড করা হবে না।”
তৃণমূল কংগ্রেসের অভিযোগের পাল্টা দিতে শুরু করেছে গেরুয়া শিবির । কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো রীতিমত কটাক্ষ করেছেন সংসদে শান্তনু সেনের এই আচরণ নিয়ে । স্পষ্টভাবে তিনি জানিয়েছেন, বাংলার হিংসার কালচার এখানে টেনে এনেছে তৃণমূল। যেভাবে রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছেন, সেভাবেই তৃণমূলের সাংসদ সংসদে আমাদের ওপর হামলা চালিয়েছেন। বাংলার সংস্কৃতি সংসদে আমদানি করেছে তৃণমূল।
এদিকে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর বক্তব্যের জবাব দিয়েছেন তৃণমূল নেত্রী মহুয়া মিত্র । তিনি জানিয়েছেন, ‘কেন্দ্রীয় মন্ত্রী বলছেন, বাংলার সংস্কৃতি সংসদে নিয়ে এসেছেন। পতাকা উঁচু করে তুলে ধরতে পেরে আমরা গর্বিত। ঠিক যেমন বিজেপি গুজরাত সাহিবের ফোনে আড়িপাতার সংস্কৃতি দেশে ছড়িয়ে দিয়েছে।’
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…