বিবাহ বিচ্ছেদে রাজি নন সুজাতা খাঁ! ১লা ফেব্রুয়ারি যাচ্ছেন স্বামীর বাড়ি!
বিবাহ বিচ্ছেদে রাজি নন সুজাতা খাঁ! ১লা ফেব্রুয়ারি যাচ্ছেন স্বামীর বাড়ি!

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অনেকটা সিনেমার মতই বিজেপি সংসদ সৌমিত্র খাঁ এবং সুজাতা খাঁয়ের মধ্যে । স্ত্রী সুজাতা তৃণমূলে যোগ দেওয়ায় স্বামীর কাছ থেকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পেয়ে যান । মনমালিন্যের জেরে আবেগের বশে স্ত্রী সুজাতাও প্রথম দিকে বিবাহ বিচ্ছেদের চিন্তা শুরু করেন । কিন্তু এখন মাঠা ঠাণ্ডা!  তাই আপাতত বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত স্থগিত ।

আচমকা বিজেপির সংসদ এবং  যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁর দাম্পত্য জীবনে রাজনীতি এসে ছন্দপতন ঘটায় । রাতারাতি ১০ বছরের সংসার জীবনের ইতি ঘটিয়ে বাড়ি ছেড়ে তৃণমূলে যোগ দেন । নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কিত হবার কথা সংবাদ মাধ্যমেও স্বীকার করেন । এই ঘটনার পরেই স্ত্রীকে ডিভোর্সের নোটিশও পাঠিয়ে দেন । এবার স্ত্রী সুজাতা খাঁ সেই নোটিশের উত্তর দিলেন ।

দশ বছরের দাম্পত্য জীবন কাটিয়ে স্ত্রীর বিরোধী শিবিরে যোগ দেওয়াকে কোন ভাবেই মানতে পারেন নি বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ । ভেঙ্গে পরে তিনি ২১ ডিসেম্বর সটান ডিভোর্স নোটিশ পাঠিয়ে দেন । এবার উত্তরে স্ত্রী চিঠিতে লিখেছেন,  ‘আমি তোমার কাছে কখনও ডিভোর্স চাইনি। তাই মিউচুয়াল ডিভোর্সের যে আবেদন করেছো তা ঠিক নয়। তোমার থেকে আলাদা হওয়ার কথা ভাবতে পারি না।’

নিজেদের পুরানো দিনের কথা স্মরণ করিয়ে সুজাতা খাঁ লিখেছেন,  “দল বদল করলে বিবাহ বিচ্ছেদ হয় না। গত ১০ বছরে আমাদের জীবনে একাধিকবার চড়াই-উতরাই এসেছে। আমরা দু’জন সেটা বারবার কাটিয়ে উঠেছি। এরপরেও তোমার পাঠানো বিবাহ বিচ্ছেদের চিঠি আমাকে অবাক করেছে।” তিনি আরও জানিয়েছেন, “তোমার আমাকে ডিভোর্সের নোটিস পাঠানোই প্রমাণ করে দিল যে বিজেপি ক্ষমতায় এলে কোনও সমস্ত স্ত্রীকে নিজেদের স্বপ্ন বিসর্জন দিতে হবে।”

এরপরেই এই ঘটনার পিছনে বিজেপিকে সরাসরি দায়ী করেন তিনি । তার দাবী,  বিজেপি সৌমিত্রকে ভুল বোঝাচ্ছে। এদিকে স্বামীর দল বিজেপি ছেড়ে প্রতিপক্ষ শিবির তৃণমূলে যোগদান করার বিষয়ে তিনি বলেন,  মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েই লড়বেন তিনি। স্বামীকে পাঠানো চিঠিতে লিখেছেন, ‘আর আমি এটাও নিশ্চিত যে, তুমি ভিন্ন রাজনৈতিক দলে আছ বলে, তৃণমূল কংগ্রেসের কেউ-ই কখনও আমাকে তোমায় পরিত্যাগ করার কথা বলবে না।”