দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ গত কয়েকদিন ধরে প্রচণ্ড গরমে হাঁসফাঁস করতে করতে খুশির খবর শোনাল আবহাওয়া দপ্তর। আগামীকাল ভোট গণনার দিন ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই দিতে রাজ্যে তৈরি হয়েছে প্রবল ঝড় বৃষ্টির সম্ভবনা । আগামীকাল থেকে শুরু করে টানা চার পাঁচদিন থাকবে এই পরিস্থিতি ।
মে মাসের শুরুতেই রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর । ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার পাশাপাশি ভারী থেকে অতিভারী বৃষ্টিতে ভিজবে কলকাতাসহ উত্তর বঙ্গ এবং দক্ষিন বঙ্গের মোট সাত জেলা । এদিকে আগামীকাল বিধানসভা নির্বাচনের ভোট গণনা । এই দিনেই শুরু হচ্ছে কালবৈশাখীর সম্ভবনা । আলিপুর আবহাওয়া অফিস থেকে ইতিমধ্যে সতর্কতা জারি করেছে । বজ্র বিদ্যুৎসহ ঝড়ের মধ্যে বাড়ি থেকে না বের হবার পরামর্শ দেওয়া হয়েছে আলিপুর থেকে ।
আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, সোম মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। দক্ষিণবঙ্গের ৪ জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোম মঙ্গল ও বুধবার। দক্ষিণবঙ্গের নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এবং উত্তর ২৪ পরগনাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। পরিবেশের চরমভাব কিছুটা কমবে এই বৃষ্টির ফলে ।
জানা গেছে, এই মুহূর্তে মধ্যপ্রদেশে সৃষ্টি হয়েছে একটি জোরাল ঘূর্ণাবর্ত । সেই ঘূর্ণাবর্তের একটি অক্ষ রেখা বেরিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত হয়েছে । এদিকে গত কয়েকদিনে প্রচণ্ড গরমে শুস্ক বায়ু উপরে উঠে যাওয়ায় বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাস্প ঢুকছে রাজ্যে । ফলে একদিকে শুখনো বাতাস অন্যদিকে জলীয় বাস্প, সম্ভবনা তৈরি করেছে টানা কয়েকদিনের ঝড় বৃষ্টি ।