রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে RSS-এর নামে অভিযোগ জানাল পাকিস্তান
রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে RSS-এর নামে অভিযোগ জানাল পাকিস্তান

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ এবার আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে RSS কে নিয়ে অভিযোগ তুলল পাকিস্তান । করোনা মহামারিতেও যে পাকিস্তান নিজেদের সন্তাসবাদী মনোভাব একটুও বদল করেনি, ভারতের সাথে প্রতি নিয়ত শত্রুতা বজায় রেখেছে পরম নিষ্ঠাভরে, তাদের কাছ থেকে এর থেকে বেশী প্রত্যাশা করাও বোকামি! তাই রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা কাউন্সিলে দাঁড়িয়ে RSS-কে উগ্র চরমপন্থী গোষ্ঠী বলে পাকিস্তানের করা অভিযোগে অবাক হবার মত কিছু নেই !

তারতের RSS কে নিয়ে পাকিস্তানের তোলা অভিযোগ ঠিক কতখানি গুরুত্ব পাবে সেটি ভাবার বিষয় । কারন একটু পর্যালোচনা করলেই দেখা যাবে, পাকিস্তান এখনও একের পর এক সন্ত্রাসবাদী দলের জন্ম দিয়ে চলেছে । এমনকি বিশ্বের চাপের কাছেও সন্তাসবাদীদের মদত দিয়ে চলেছে ।

ক্ষমতায় আসার পর ভারতের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করে চলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । কোন বিষয় না পেলেও ক্ষতি নেই, ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়েও পাক প্রধানের বিশ্বদরবারে অভিযোগ করার নজির রয়েছে ভুরি ভুরি ।

সন্ত্রাসবাদ ইস্যু নিয়ে বারংবার পাকিস্তানের নাম বিশ্বদরবারে উঠে এসেছে । ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলে বেশ কয়েকবার মুখ কালো করতে হয়েছে ইমরান খান এবং পাক সরকারকে । এবার ফের মঙ্গলবার আরও একধাপ এগিয়ে হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস-কে ‘হুমকি’ বলে অভিহিত করল তারা৷ রাষ্ট্র সংঘে পাকিস্তানের অভিযোগ, RSS একটি হিংসাত্মক চরমপন্থী দল৷

মঙ্গলবার রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানের রাষ্ট্রদূত মুনির আক্রম ১৫ সদস্যের নিরাপত্তা কাউন্সিলের কাছে RSSকে নিয়ে অভিযোগ জানায় । এমনকি শুধু অভিযোগ জানিয়ে থেমে থাকেননি তিনি, কীভাবে RSS -এর মতো জাতীয়তাবাদী গোষ্ঠীগুলির মোকাবিলা করা সম্ভব সে বিষয়েও পরামর্শ প্রদানের চেষ্টা করেন তিনি ।

বর্তমানে ভারতের ক্ষমতায় রয়েছে বিজেপি । আর বিজেপির মুল সংগঠক হল RSS । ফলে RSS নিয়ে পাকিস্তানের অভিযোগ বিজেপি তথা ভারত সহজভাবে মেনে নেবে না বলে কূটনৈতিক মহল ধারনা করছেন ।