ক্রমশ ভয়াবহ করোনা ! কোভিশিল্ড, কোভ্যাক্সিনের সাথে ভারতে চালু স্পুটনিক V টিকা
ক্রমশ ভয়াবহ করোনা ! কোভিশিল্ড, কোভ্যাক্সিনের সাথে ভারতে চালু স্পুটনিক V টিকা

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল, যেভাবে করোনার প্রকোপ বাড়ছে তাতে হয়ত ভারতীয় ভ্যাক্সিনের ঘাটতি পড়েছে ! ঠিক এই কারনেই দ্বিতীয় ভ্যাক্সি দেবার সময়সীমা বাড়ানো হয়েছে ! তবে জল্পনা যাই হোক না কেন, অক্সফোর্ড টিকা তথা সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের পরে এবার রাশিয়ান ভ্যাক্সিন স্পুটনিক V কে ভারত ছাড়পত্র দিল ।

কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থার অধীনস্থ সাবজেক্ট এক্সপার্ট কমিটি অবশেষে রাশিয়ান ভ্যাক্সিন স্পুটনিক V কে ভারতে ব্যবহার করার জন্য ছাড়পত্র দিল । ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে খবর আসতে শুরু করেছে, ভ্যাক্সিন শেষ । কেন্দ্র থেকে ঠিকমত সরবরাহ না হওয়ায় রাজ্যের মানুষকে সঠিকভাবে সঠিক সময়ে ভ্যাক্সিন দেওয়া সম্ভব হচ্ছে না । তবে আশা করা হচ্ছে অল্প কিছু দিনের মধ্যেই কোভ্যাক্সিন এবং কোভিশিল্ডের সাথে স্পুটনিক V ভারতীয় বাজারে চালু হবে ।

বর্তমানে দেশে কোভ্যাক্সিন এবং কোভিশিল্ডের ব্যবহার চলছে । কিন্তু গত কয়েকদিনের করোনা রিপোর্ট এতটাই আতঙ্কজনক, সরকার চাইছে টিকাকরনের কাজ আরও দ্রুত থেকে দ্রুততর করতে চাইছে । এদিকে অনেক জায়গা থেকেই জানা যাচ্ছে, কেন্দ্র থেকে সঠিক সময়ে ভ্যাক্সিন আসছে না । এদিকে গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ প্রায় ১ লাখ ৬৯ হাজার । ফলে বিকল্প তৃতীয় ভ্যাক্সিন চালু করতেই হচ্ছে ।

জানা যাচ্ছে, ইতিমধ্যে করোনা ভ্যাক্সিনের ডোজ কম পড়ছে বলে অভিযোগ করেছে অনেক জায়গায় । দেশের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে । সেখানে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন টিকার ভাঁড়ারে টান পড়েছে বলে কদিন আগেই জানিয়েছে রাজ্য সরকার । এদিকে চারদফার নির্বাচিত মানুষদের দুই বার করে ভ্যাক্সিন দিতে দরকার প্রচুর সংখ্যক করোনা ভ্যাক্সিন । তাই তৃতীয় টিকা হিসেবে রুশ টিকাকে ছাড়পত্র দেওয়া যায় কিনা সে নিয়ে ভাবনাচিন্তা চলছিলই। অবশেষে স্পুটনিক V কে ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার ।