হাজার কোটি টাকার জনস্বার্থ মামলার মুখে সৌরভ গাঙ্গুলির বিসিসিআই
হাজার কোটি টাকার জনস্বার্থ মামলার মুখে সৌরভ গাঙ্গুলির বিসিসিআই

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ দেশ জুড়ে করোনা মহামারীর মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএলের অনুমোদন দেওয়ায় সৌরভ গাঙ্গুলির বিসিসিআই-এর বিরুদ্ধে এক হাজার কোটি টাকার একটি জনস্বার্থ মামলা দায়ের করা হল বম্বে হাইকোর্টে । এই বিশাল অংকের ক্ষতিপুরন চেয়ে জনস্বার্থ মামলাটি করেছেন আইনজীবী বন্দনা শাহ।

বর্ণময় এবং কোটিপতি আইপিএল নিয়ে বম্বে হাইকোর্টে বিসিসিআই-এর বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করে আইনজীবী বন্দনা শাহ জানিয়েছেন,  “গোটা দেশ জুড়ে করোনা ভাইরাস অগনিত মানুষের প্রাণ কেড়ে নিলেও, বিসিসিআই কর্তারা নিজের সুবিধার জন্য চোখ-কান বন্ধ করে ‘অহংকারী মানসিকতা’ দেখিয়ে আইপিএল চালিয়ে গিয়েছে।”   এই জনস্বার্থ মামলার নথি পত্র বম্বে হাইকোর্টে জমা দিয়ে আরও বলা হয়েছে, বিসিসিআই যেন এক হাজার কোটি টাকা দেশের কোভিড আক্রান্ত মানুষদের অক্সিজেন এবং ওষুধের জন্য ব্যয় করে এবং তাদের কাছে ক্ষমা চায়।

করোনার মধ্যে আইপিএল-এর মত একটি বর্ণময় খেলাকে কিভাবে অনুমোদন দিল বিসিসিআই ? এই প্রশ্ন তুলে রীতিমত ক্ষোভ উগরে দেন আইনজীবী । তিনি আদালতে জানান, ‘বিসিসিআই কর্তারা ভীষণ অহংকারী। তাই তো দেশে করোনার গ্রাসে একাধিক পরিবার শেষ হয়ে গেলেও বোর্ড কর্তারা সেই দিকে নজর দেয়নি। বরং চোখ-কান বন্ধ করে আইপিএল চালিয়ে গিয়েছেন। এটা মানবিকতার পরিপন্থী। দেশের সাধারণ মানুষের প্রতি বোর্ড কর্তাদের নুন্যতম দায়িত্ব থাকলে করোনার বিরুদ্ধে লড়াই করা উচিত।”

উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউ থেকে নিজেদের রক্ষা করতে পারেনি আইপিএল । জৈব বলয়ের সুরক্ষা ভেদ করে করোনা হানা দিয়েছে একাধিক ক্রিকেটারের শরীরে । মঙ্গলবার সকালে এই বছরের মত আইপিএল খেলা স্থগিত ঘোষণা করা হয় । বিদেশী ক্রিকেটারদের দেশে ফিরে যেতে বলা হয় । কিন্তু পরে সৌরভ গাঙ্গুলির বোর্ড এই প্রতিযোগিতা চালিয়ে যাওয়ার একটা শেষ চেষ্টা করেছিল। সেক্ষত্রে, মুম্বইতে আইপিএল-এর সব ম্যাচ সরিয়ে নিয়ে একদিনে ‘ডাবল হেডার’ করিয়ে দ্রুত শেষ করতে চেয়েছিল বিসিসিআই। কর্তাদের ধারণা ছিল যে ওয়াংখেড়ে, সিসিআই (ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া) এবং ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে বাকি খেলাগুলো আয়োজন করে ফেলা যাবে।

কিন্তু শেষ পর্যন্ত ঋদ্ধিমান সাহা ও অমিত মিশ্র-র করোনা আক্রান্ত হবার খবর যেভাবে অন্যান্য দলের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে, তাতেই মত বদলে ফেলতে বাধ্য হন সৌরভ। আর এদিন এই বিষয় নিয়েও আদালতে ক্ষোভ প্রকাশ করলেন বন্দনা শাহ । তিনি আদালতে জানান, ‘দেশের অনান্য রাজ্যের মতো মুম্বই ও মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। তবুও এখানকার মানুষের আবেগ না বুঝতে পেরে বাকি ম্যাচগুলো আয়োজন করতে চেয়েছিল। এতেই বোঝা যায় ওরা সবাই চোখ-কান বন্ধ করে রাখা অহংকারী মানুষ। ক্রিকেট আমিও পছন্দ করি। কিন্তু দেশে অগনিত মানুষ মারা গেলে ক্রিকেট খেলা কিংবা দেখার অবস্থা থাকে না। এটা তো বোঝা উচিত।’

এই ঘটনায় সৌরভ গাঙ্গুলি কিম্বা বিসিসিআই এর পক্ষ থেকে এখনও কোন প্রতিক্রিয়া জানানো হয়নি ।