দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ২০২১ শে রাজ্যে বিধানসভা নির্বাচনে লড়াই ছিল মুলত মোদী-মমতার ! আর সেই লড়াইয়ে মোদীকে হারিয়ে অবিজেপি দলগুলির আস্থা অর্জন করতে পেরেছেন তৃণমূল নেত্রী । এবার আগামী ২০২৪ শের লোকসভা নির্বাচনে মোদীর বিরুদ্ধে লড়াইতে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে মমতাকে সামনে রাখতে চাইছেন সোনিয়া গান্ধী ।
অবিজেপি দলগুলির এখন একটাই লক্ষ্য ২০২৪ শের লড়াইতে মোদীকে হটানো । যদিও সেই লক্সভার ভোট আসতে এখনও তিনটে বছর বাকি । কিন্তু তাতে কি ! দেরি করতে চাইছেন না বিরোধী দলগুলি । এদিকে রাজ্যে রেকর্ড সংখ্যক আসন নিয়ে তৃতীয়বারের মত ক্ষমতা দখল করার পর তৃণমূল কংগ্রেসের আত্মবিশ্বাস তুঙ্গে । একুশে জুলাই সফল ভাবে পালন করার পর এবার টাই খেলা হবে দিবস নিয়ে প্রস্তুতি চলছে ।
আজ মুখ্যমন্ত্রী মমতা প্রধান মন্ত্রীর সাথে বৈঠকে বসতে চলেছেন । সেই সাথে জাতীয় কংগ্রেসের তিন জন শীর্ষ নেতার সাথেও বৈঠক স্থির হয়েছে । জাতির কংগ্রেসের কমল নাথ, অভিষেক মনু সিঙ্ঘভি, আনন্দ শর্মার সাথে আজ কথা বলবেন তৃণমূল নেত্রী । এদের মধ্যে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের সঙ্গে মমতার সুমধুর সম্পর্ক দীর্ঘদিনের । অন্যদিকে অভিষেক মনু সিঙ্ঘভি নারদ মামলা থেকে শুরু করে অনেক মামলাতেই তৃণমূলের পক্ষে লড়াই করেছেন । ফলে এদের সাথে আজকের বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে ধারনা করছেন রাজনৈতিক মহল ।
এদিকে একুশের বিধানসভা নির্বাচনে ভোট কুশলী প্রশান্ত কিশোরের পারফরম্যান্সে তৃণমূল নেত্রী সন্তুষ্ট । ফলে আগামী লোকসভা নির্বাচনেও তার মতামত এবং রনকৌশল গুরুত্ব দিয়ে দেখা হবে । এদিকে পেগাসাস কাণ্ড নিয়ে অবিজেপি দলগুলির মধ্যে সখ্যতা বেশ দৃঢ় হয়েছে । জাতীয় কংগ্রেসও তৃণমূলের প্রতি ভরসা করতে শুরু করেছে । রাজনৈতিক পর্যবেক্ষকদের কথায়, আজ থেকেই দিল্লির ময়দানে খেলা শুরু মমতা ব্যানার্জির।