চুল পড়া কিম্বা পাকা চুল কালো করার সমাধান করুন বাড়িতে বসেই
চুল পড়া কিম্বা পাকা চুল কালো করার সমাধান করুন বাড়িতে বসেই

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ একজন মানুষের সৌন্দর্য অনেকাংশে নির্ভর করে চুলের উপর । পুরুষ কিম্বা মহিলা, উভয়ের ক্ষেত্রে ঘন কালো চুল সুন্দরতা অনেকটাই বাড়িয়ে তোলে । কিন্তু আজকের কর্ম ব্যস্ততার দিনে চুলের সমস্যায় ভুগছেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন । বাইরের ধুলো-ময়লা আর শরীরের ভিতর লিভার, অপুষ্টি, একদিকে চুল পড়া অন্যদিকে কালো চুল সাদা করার জন্য দায়ী । অথচ অনেক দামী প্রোডাক্ট ব্যবহার করেও সমস্যার সমাধান হচ্ছে না । কিন্তু আগেরকার দিনে, একেবারে ঘরোয়া উপায়েই কিন্তু ঠাকুমা-দিদিমারা এই সমস্যার সমাধান করতেন ।

চুল ওঠা বা চুল ঝরে যাওয়া এখনও নিত্য দিনের ঘটনা । ছোট বড় সবাই এই সমস্যায় জেরবার । বিশেষজ্ঞরা জানিয়েছেন,  দিনে ১০০ টি চুল পড়া স্বাভাবিক, কিন্তু তার থেকে বেশি চুল পড়া মানেই চিন্তার কারণ। চুল পড়া ছাড়াও আরও একটা বড় সমস্যা কালো চুল সাদা হয়ে যাওয়া । একটু চোখ মেলে তাকালে দেখা যাবে, কারোর কারোর তো অল্প বয়সেও বয়স্কদের মতো পাকা চুলে ভরে গেছে মাথা । বিশেষত পেটের সমস্যা বা লিভারের সমস্যার কারণেই চুল সাদা হয়ে যায়। এতে দেখতেও যেমন বিশ্রী লাগে, তেমনই চুলের আয়ুও কমে এসে পড়ে যায় তাড়াতাড়ি।

তবে সমস্যা যেমন আছে তেমন সমাধানও রয়েছে। আপনার ব্যবহৃত নারকেল তেল অথবা অলিভ ওয়েলের সঙ্গে কিছু ভেষজ উপাদান মিশিয়ে নিলেই বাড়িতেই মোকাবিলা করা সম্ভব এই দুই সমস্যার। পুরানো দিনের দিদিমা-ঠাকুরমারা ঘরে বসে দুই ধরনের তেল বানিয়ে অনায়াসে এই সমস্যার সমাধান করতে পারতেন । ১) জবা ফুলের তেল ২) কারি পাতার তেল

কিভাবে বানাবেন এবং ব্যবহার করবেন জবাফুলের তেলঃ

১) জবা ফুলের তেল টাক মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে । এই তেল খুব সহজেই বাড়িতে বানানো যায় । প্রথমে, জবা ফুল তেল বানানোর জন্য পাঁচটা জবাফুল আর পাঁচটা জবাপাতা ভালো করে বেটে মসৃণ পেস্ট করে নিন। এবার ১০০ মিলি অলিভ বা নারকেল তেল গরম করতে দিন। তেল গরম হয়ে উঠলে তাতে থেঁতো করা ফুল-পাতার পেস্টটা দিয়ে দিন। তেল ফুটে উঠলে আঁচ থেকে নামিয়ে ছাঁকনিতে ছেঁকে এয়ার টাইট বোতলে ভরে রাখুন জবা ফুলের তেল। এই তেল সপ্তাহে তিন দিন মাথায় আর স্ক্যাল্পে ভালো করে মাসাজ করে আধঘণ্টা রাখবেন, তারপর শ্যাম্পু করে নেবেন।

জবাফুলের তেল
বাড়িতেই বানিয়ে ফেলুন জবাফুলের তেল

মাসদুয়েক পরে একবার দেখে নিন কোন উপকার পেয়েছেন কি না ! দেখবেন আপনার চুল ঝরে যাওয়া তো কমেছেই, উপরন্তু তাকে নতুন চুল গজাতে শুরু করেছে ।

২) পেটের বা লিভারের সমস্যার জন্য অল্প বয়সেই চুল সাদা হয়ে যাচ্ছে । এই সমস্যার জন্য ঘরোয়া পদ্ধতিতেই বানিয়ে ফেলুন কারি পাতার তেল । প্রথমে  দু’ টেবিলচামচ পরিমাণ কোল্ড প্রেসড নারকেল তেল গরম করুন । এরপর সেই গরম তেলের মধ্যে কারিপাতাগুলি দিয়ে দিন । হাল্কা আচে গরম করতে থাকলে দেখা যাবে,  কারিপাতাগুলোর ধার বরাবর কালো কালি তৈরি হতে শুরু করেছে । এরপর ধীরে ধীরে কারি পাতাগুলি গগরমে কালো হয়ে যাবে । কালো হয়ে গেলে আঁচ থেকে নামিয়ে তেল ঠান্ডা হতে দিন, তারপর ছেঁকে নিন।

বাড়িতেই বানিয়ে ফেলুন কারি পাতার তেল
বাড়িতেই বানিয়ে ফেলুন কারি পাতার তেল

সপ্তাহে দুই থেকে তিন বার চুলের গোঁড়া থেকে শুরু করে মাথার সবজায়গায় লাগান । সপ্তাহে দুই থেকে তিন বার ব্যবহার করলে পাকা চুলের সমস্যা থেকে মুক্তি পাবেন ।